সাফের শিরোপা জিতে মিরাজুল বললেন, ‘দেশের মানুষের জন্য খেলেছি’ 

সাফের শিরোপা জিতে মিরাজুল বললেন, ‘দেশের মানুষের জন্য খেলেছি’ 

নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ। সেখানে শুরুর দুটি গোলই এসেছে মিরাজুল ইসলামের পায়ে। দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখা এই তরুণ ফরোয়ার্ড জয়টা উৎসর্গ করলেন বাংলাদেশের সকল মানুষকে। 

এই মুহূর্তে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বন্যা মোকাবেলায়। ভয়াল বন্যায় ১০টিরও বেশি জেলার লাখ লাখ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের সংকটকালীন এই অবস্থায় তাই দেশের মানুষের জন্য শিরোপার লড়াইয়ে নেমেছিলেন বলে জানান মিরাজুল। 

ম্যাচ শেষে মিরাজুল বলেন, ‘নিজের জন্য আমরা খেলিনি, ‘বাংলাদেশের মানুষের জন্যই খেলেছি। আর দেশের ফুটবলটা যেন এগিয়ে যায় সেজন্যই আমরা খেলেছি।’ 

গ্রুপপর্বেই বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছিল নেপাল। তবে ফাইনালে এসে স্বাগতিকরা পাত্তাই পেল না। তাতেও অবশ্য বিপক্ষ দলকে লড়াইয়ের কৃতিত্ব দিতে ভোলেননি মিরাজুল। ‘নেপালে অনেকে ভালো প্লেয়ার আছে, এখানে ওদের নিজস্ব মাঠ। তবে ওদের লাক (ভাগ্য) ছিল না। আল্লাহ রহমতে সেই ভাগ্যটা আমাদের ছিল।’ 

এদিকে দেশের ভয়াল বন্যার প্রসঙ্গও টানেন মিরাজুল। ‘দেশে বন্যায় এখন অনেক মানুষ কষ্ট পাচ্ছেন। চরম দুভোর্গ পোহাতে হচ্ছে তাদের। ফাইনালে খেলতে নামার আগে আমাদের একটা লক্ষ্য ছিল ভালো কিছু নিয়ে ফেরার। যাতে বন্যাপীড়িত মানুষ যেন একটা আনন্দ সংবাদ পায়।’ 

সম্পর্কিত খবর