বিশ্বকাপের আগে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর
চলতি বছরে হতে চলা মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া ঘটাবলির কারণে নতুন ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিশ্বকাপের জন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুতিটাই নিচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা।
ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে বিশ্বকাপ আসরের আগেই শ্রীলঙ্কায় সফর করবে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে জাতীয় দলের একাধিক ক্রিকেটারেরও থাকার কথা আছে। দুটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে সেখানে।
৮ সেপ্টেম্বর পেনাগোডার আর্মি স্টেডিয়াম ও ১০ সেপ্টেম্বর কলোম্বোর থ্রুস্টানে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১২ সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। সবগুলো ম্যাচই হবে কলম্বোতে।
জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ৫ সেপ্টেম্বর সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পা রাখবে বাংলাদেশ নারী ‘এ’ দল। এরপর দেশে ফেরত এসেও বিশ্বকাপের প্রস্তুতি নিবে। সংযুক্ত আরব আমিরাতে ৩ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবেন জ্যোতিরা।