কিউইদের বোলিং কোচ হলেন জ্যাকব ওরাম
২০২৩ সালের নভেম্বর পর্যন্ত নিউজিল্যান্ডের বোলিং কোচের ভূমিকায় ছিলেন শেন জার্গেনসন। পরের গত বছরের শেষ দিকে অস্থায়ী ভিত্তিতে সেই পদে জ্যাকব ওরামকে বসিয়ে বাংলাদেশ সফরে এসেছিল কিউইরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলটির এই দায়িত্বেই ছিলেন কিউইদের সাবেক এই অলরাউন্ডার। অবশেষে ওরামকেই স্থায়ী বোলিং হিসেবে নিযুক্ত করলো নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
আগামী ৭ অক্টোবর অফিশিয়ালি এই দায়িত্ব বুঝে নেবেন ওরাম।
কিউইদের দলে এই দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত ওরাম। গুরুত্বপূর্ণ এই পদে অফিশিয়ালি বসার রোমাঞ্চ নিয়ে তিনি বলেন, ‘ব্ল্যাক ক্যাপসদের সঙ্গে নিজেকে জড়ানোর সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। যে দলটা আমার কাছে বিশেষ কিছু, আমার জীবনের বড় একটা অংশ তাদের সঙ্গে আবারও কাজ করতে পারা আমার জন্য সম্মানের।’
২০১২ সালের শেষদিকে এসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ওরাম। ১১ বছরের ক্যারিয়ারে নিউজিল্যান্ডের জার্সিতে ৩৩ টেস্ট, ১৬০ ওয়ানডে ও ৩৬ টি-টোয়েন্টি খেলেছেন এই ডানহাতি পেসার অলরাউন্ডার।