সাফ শিরোপা নিয়ে আজ দেশে ফিরবেন যুবারা 

সাফ শিরোপা নিয়ে আজ দেশে ফিরবেন যুবারা 

যুবাদের হাত ধরে দেশের ফুটবলে গতকাল (বুধবার) যোগ হয়েছে অনন্য এক অর্জন। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টটির শিরোপা জেতে বাংলাদেশ। সেই শিরোপা নিয়ে আজ বৃহস্পতিবারই দেশের ফিরছেন যুবারা। 

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল বহনকারী বিমানটি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তবে চ্যাম্পিয়নদের বরণ করে নিতে আরও খানিকটা অপেক্ষা করতে হবে দেশের মানুষদের। ফ্লাইট বিলম্বের কারণে পরিবর্তিত সময় অনুযায়ী বিকেল পাঁচটার দিকে ঢাকায় পৌঁছাবেন মিরাজুল-রাব্বিরা। 

এদিকে চতুর্থবারের প্রচেষ্টায় অবশেষে সাফের এই টুর্নামেন্টের শিরোপা জেতে বাংলাদেশ। এর আগে তিন আসরের ফাইনালে পৌঁছেছিল তারা। ২০১৭, ২০১৯, ২০২২ টানা তিন আসরেই রানার্স-আপ হয়ে ফিরতে হয় যুবাদের। তবে মিরাজুল-পিয়াসদের হাত ধরে ৭ বছরের দুঃস্মৃতি ভুলে অবশেষে শিরোপা এখন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের। 

যুবাদের দারুণ এই অর্জনে গতকালই এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে অভিনন্দন জানায় বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারও।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় যুবাদের অভিনন্দন জানিয়ে জাতীয় দলের ডিফেন্ডার রহমত মিয়া বলেন, ‘অভিনন্দন সবাইকে। তোমরা যে সাফল্যটা নিয়ে এসেছ সেটা বাংলাদেশের জন্য এবং ফুটবল অঙ্গনের জন্য অনেক বড় একটা অর্জন। সাফ হচ্ছে মূলত আমাদের দক্ষিণ এশিয়ার বিশ্বকাপের মতো। তোমাদের হৃদয় থেকে অভিনন্দন জানাতে চাই। কারণ দেশের এখনকার পরিস্থিতি আমাদের বিপরীতে, বন্যা কবলিত অনেক এলাকা আছে যারা অনেক কষ্টে দিন পার করছে। এর মধ্যেও এরকম জয় উপহার দিতে পেরেছ তোমরা। সেজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।’ 

সম্পর্কিত খবর