বিসিবির বোর্ড সভা আজ, সম্ভাবনা বড় সিদ্ধান্তের 

বিসিবির বোর্ড সভা আজ, সম্ভাবনা বড় সিদ্ধান্তের 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনিযুক্ত সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে প্রথম বোর্ড সভা বসতে যাচ্ছে আজ (বৃহস্পতিবার)। বেশ গুরুত্বপূর্ণ সভা হতে যাচ্ছে এটি। কোচ হাথুরুসিংহে, সাকিব ইস্যু এবং নতুন কমিটি নিয়ে নানান সিদ্ধান্ত আসতে পারে এই সভা থেকে। 

বিসিবির এই বোর্ড সভা শুরু হবে বেলা ৩টায়। দিন কয়েক আগেই একটি জরুরি সভায় বসেছিল বিসিবি। সেখানে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন এবং তার স্থলাভিষিক্ত হন ফারুক আহমেদ। সেখানে পাপনসহ অনুপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের অনেকেই। 

সবশেষ ২১ আগস্টের বোর্ড সভায় উপস্থিত ছিলেন আগের ৮ জন পরিচালক। আজকের সভাতেও সম্ভবত দেখা মিলবে তাদেরই। নাইমুর রহমান দুর্জয়, শফিউর রহমান নাদেল ও ইসমাইল হায়দার মল্লিক ছাড়াও আগের সভায় না থাকা পরিচালকরা আসন্ন এই সভাতেও থাকতে পারেন অনুপস্থিত। টানা তিনটি বোর্ড সভায় উপস্থিত না থাকলে অফিশিয়ালি তাদের পদ শূন্য হয়ে যাবে। এতেই আজকের এই সভায় আসতে পারে নতুন কমিটির আভাসও। 

এদিকে দায়িত্ব নিয়েই কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিকল্প কাউকে খোঁজার আভাস দিয়েছিলেন সভাপতি ফারুক। যদিও দলের সঙ্গে হাথুরুসিংহের চুক্তি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। তবে তাকে নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে আলোচনায়। এদিকে সূত্রমতে, সাকিবের মামলা বিষয়ে কথা হতে পারে সেখানে। 

সভায় মূল আলোচনায় থাকবে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ। বেশিরভাগ পরিচালক গা ঢাকা দিয়ে থাকায় বর্তমানদের একাধিক সেক্টরের দায়িত্ব নিতে হতে পারে বলে জানান বিসিবির এক পরিচালক।

 

সম্পর্কিত খবর