আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ক্যারিবীয় পেসার গাব্রিয়েল 

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ক্যারিবীয় পেসার গাব্রিয়েল 

ক্রিকেটে বয়স ফুরিয়ে যাওয়া, চোট, অবসাদ ছাড়াও যে কারণে বর্তমানে সবচেয়ে বেশি অবসরের দেখা মেলে সেটি ফ্রাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশের জন্য। এমন কিছুর পথেই হাঁটলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গাব্রিয়েল। হঠাতই ঘোষণা দিলেন আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার। 

নিজের ইন্ট্রাগ্রামের এক পোস্টের মধ্য দিয়ে অবসরের ঘোষণা দেন গাব্রিয়েল। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘গত ১২ বছরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নিজেকে উৎসর্গ করেছিলাম। ভালোবাসার ক্রিকেটে সর্বোচ্চ পর্যায়ে খেলাটা আমাকে বেশ আনন্দ দিয়েছে। কিন্তু সব ভালো জিনিসের একটা শেষ আছে।’ 

তবে ফ্রাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাওয়ার কথাটাও পোস্টে উল্লেখ করেছেন গাব্রিয়েল। ‘সামনে আমার পরিকল্পনা…ক্যারিয়ারে যে আগ্রহ ও ভালোবাসা নিয়ে দলের প্রতিনিধিত্ব করেছি, সেভাবে সারা দুনিয়ার ফ্র্যাঞ্চাইজি দলগুলোর প্রতিনিধিত্ব করা।’ 

ঐতিহাসিক লর্ডস টেস্ট দিয়ে ২০১২ সালে ক্যারিবীয়দের জার্সিতে অভিষেক হয় গাব্রিয়েলের। পুরো এক যুগের ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে এই ডানহাতি পেসার খেলেছেন ৮৬ ম্যাচ (৫৯ টেস্ট, ২৫ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি)। যেখানে উইকেট নিয়েছেন ২০২টি। 

ক্যারিবীয়দের হয়ে সাদা পোষাকেই বেশি নিয়মিত ছিলেন গাব্রিয়েল। তবে সবশেষ টেস্টটি খেলেছেন গত বছরের জুলাইয়ে, ভারতের বিপক্ষে। তাই তো বছর পেরিয়ে দলের বাইরে থাকার পর অবসরের সিদ্ধান্তটা নিয়ে নিলেন ৩৬ বছর বয়সী এই ক্যারিবীয় তারকা। 

সম্পর্কিত খবর