কোপার সেমিতে মারামারির ঘটনায় ৫ ম্যাচ নিষিদ্ধ নুনিয়েজ 

কোপার সেমিতে মারামারির ঘটনায় ৫ ম্যাচ নিষিদ্ধ নুনিয়েজ 

ফুটবলে এখন শুরু হয়ে গেছে বিভিন্ন লিগের নতুন মৌসুম। তবে হঠাতই সেখানে ফিরল কোপা আমেরিকার ইস্যু। নেপথ্যে সবশেষ কোপার সেমিতে ম্যাচ শেষে কলম্বিয়ান সমর্থকদের সঙ্গে উরুগুয়ের ফুটবলারদের মারামারি। জুলাইয়ে সেই ঘটনার দেড় মাস পর উরুগুয়ের ১১ খেলোয়াড়কে শাস্তি দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, কনমেবল। সেখানে ৫ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন দারউইন নুনিয়েজ। 

পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা ছাড়াও নুনিয়েজকে ২০ হাজার ডলার জরিমানা করেছে কনমেবল। লিভারপুলের এই তারকা ফরোয়ার্ড ছাড়াও সেই ঘটনার সূত্র ধরে ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন আরও চার ফুটবলার। তবে সর্বোচ্চ শাস্তিটা নুনিয়েজেরই। 

টটেনহামে খেলা মিডফিল্ডার রদ্রিগো বেন্তাঙ্কুর নিষিদ্ধ হয়েছেন ৪ ম্যাচ। তার জন্য আর্থিক জরিমানা ১৬ হাজার ডলার। এছাড়া রোনাল্ড আরাউহো, মাথিয়াস অলিভেরা ও হোসে মারিয়া জিমিনেজকে তিন ম্যাচ নিষিদ্ধ ছাড়াও জরিমানা করা হয়েছে ১২ হাজার ডলারের। বাকি ৬ ফুটবলারকে কেবল আর্থিক জরিমানা করেছে কনমেবল। 

এদিকে জরিমানা করা হয়েছে উরুগুয়ের ফুটবল ফেডারেশনকেও। তাদের জন্য জরিমানা নুনিয়েজের সমান ২০ হাজার ডলার। কনমেবলের এমন শাস্তির বিরুদ্ধে অবশ্য সুযোগ রাখা হয়েছে আপিলের এবং ম্যাচের নিষেধাজ্ঞাগুলো কেবল কনমেবল আয়োজিত ম্যাচের ক্ষেত্রেই প্রযোজ্য। 

 

সম্পর্কিত খবর