দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের ১২ জনের দল
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের এক দিন আগে ১২ জনের দল দিল পাকিস্তান। মূলত এই দল থেকেই চূড়ান্ত একাদশ নির্ধারণ করে রাওয়ালপিন্ডিতে সিরিজ বাঁচাতে নামবে স্বাগতিকরা। সম্ভাব্য টসের পরেই জানা যাবে দ্বাদশ ক্রিকেটারদের নাম।
১২ জনের এই দলে নেই শাহিন শাহ আফ্রিদি। এতে স্বাভাবিকভাবেই তাকে দেখা যাবে না দ্বিতীয় টেস্টে। প্রথম টেস্ট চলাকালীন বাবা হন শাহিন। এতে সেই টেস্ট শেষের পরপরই ছুটিতে যান এই পেসার। গুঞ্জন উঠেছিল দ্বিতীয় টেস্টে তাকে হয়তো দল নাও পেতে পারে। তবে সেই গুঞ্জন উড়িয়ে দ্বিতীয় টেস্টের দলেও জায়গা মেলে শাহিনের। তবে নামছেন না দ্বিতীয় টেস্টে।
শাহিন বাদে প্রথম টেস্টের বাকি ১০ জনই আছেন এই ১২ জনের দলে। সেখানে আছেন মীর হামজা ও আবরার আহমেদ। যাদের মধ্য আবরারকে একাদশে দেখা যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি।
আবরারকে সিরিজ থেকে সরিয়ে নেওয়ার পর থেকেই বেশ সমালোচিত হতে হয় পাকিস্তান দলকে। শেষ পর্যন্ত প্রথম টেস্টে সেই স্পিন ইস্যুতেই ভুগেছে স্বাগতিকরা। বাংলাদেশের ১০ উইকেটের বড় জয়ে অবদান ছিল সফরকারীদের স্পিনারদের। এতেই দ্বিতীয় টেস্টের আগে আবরারকে দলে ফেরায় দেশটির ক্রিকেট বোর্ড, পিসিবি।
সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামীকাল (শুক্রবার)। এর আগে প্রথম টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এতে এই ম্যাচটি ড্র করলেই সিরিজ জিতে যাবে সফরকারীরা।
দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের ১২ জনের দল:
আবদুল্লাহ শফিক, সাইম আইয়ূব, শান মাসুদ, বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, মীর হামজা, মোহাম্মদ আলী, খুররম শাহজাদ, নাসিম শাহ, আবরার আহমেদ।