দ্রুতই মাঠে ফেরার বার্তা স্টোকসের
দ্য হানড্রেডে গত ১১ আগস্ট নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে ব্যাটিংয়ের সময় চোট পান বেন স্টোকস। সেই চোটে ঘরের মাটিতে চলমান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান ইংলিশদের টেস্ট দলের নিয়মিত এই অধিনায়ক। শঙ্কা জেগেছিল গ্রীষ্মের বাকি সময় থেকেও ছিটকে যাবেন স্টোকস। তবে চোটের সবশেষ অবস্থা জানিয়ে দ্রুতই মাঠে ফেরার আশ্বাস দিলেন তিনি।
হ্যামস্ট্রিংয়ের চোট লম্বা সময় ধরে ভুগিয়েছে স্টোকসকে। চোট থেকে ফিরলেও পুরোপুরি অলরাউন্ড ছন্দ ফিরে পেতে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নেন ইংলিশদের এই তারকা। এতেই আরও একবার চোটে পড়ায় তাকে ঘিরে দাঁড়িয়েছিল বড় শঙ্কা। তবে এবারের চোট থেকে ইতিমধ্যেই অনেকটা সেরে উঠেছেন স্টোকস।
বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন স্টোকস। সেখানেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক ভিডিও বার্তায় স্টোকস বলেন, ‘আমার সবকিছু ভালোর দিকে, ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আশা করি ফিরতে পারব।’
তাই পাকিস্তান সিরিজেই স্টোকসকে দলে পাওয়ার সভাবনা রয়েছে ইংলিশদের। অক্টোবরে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড দল।