বিসিবির নতুনদের সঙ্গে কথা বলতে মুখিয়ে আছেন হাথুরুসিংহে
দায়িত্ব নিয়েই কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিকল্প কাউকে খোঁজার কথা বলেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। অবশ্য তিনি যখন এই কথা বলেন ততক্ষণে দল পাড়ি জমিয়েছে পাকিস্তানের উদ্দেশে। তবে কোনো না কোনো সূত্র ধরে সেই কথা স্বাভাবিকভাবেই পৌঁছেছে চন্ডিকা হাথুরুসিংহের কাছে। বাংলাদেশ কোচ আপাতত অবশ্য এসব নিয়ে ভাবছেন না। তবে বিসিবির নতুনদের সঙ্গে কথা বলতে মুখিয়ে আছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন হাথুরুসিংহে। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি যে, যখন নতুন কোনো নেতৃত্ব দায়িত্বে আসে তখন তাদের চিন্তাধারা ভিন্ন হয়। তবে আমি মুখিয়ে আছি তাদের সাথে কথা বলার সুযোগ পাওয়ার জন্য।’
বাংলাদেশ দলের সঙ্গে দ্বিতীয় দফায় কোচের দায়িত্বে আছেন হাথুরু। তার সঙ্গে বিসিবির চুক্তিটা চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। সেটি আদৌ থাকবে কি-না তা সময় বলে দিবে। তবে বাংলাদেশ কোচ জানালেন তার মনোযোগ ক্রিকেটকে ঘিরেই।
‘আমার কাজ হলো, দলকে সর্বোচ্চ ভালোভাবে প্রস্তুত করা। গত কয়েক মাসে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, সামনের ম্যাচের জন্যও এর ব্যতিক্রম নয়।’
প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। প্রথম টেস্টেই ইতিহাস গড়ার পর এবার আরও একটি ইতিহাসের সামনে দাঁড়িয়ে শান্তরা, পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের। সেই লক্ষ্যেই রাওয়ালপিন্ডিতে আগামীকাল দ্বিতীয় টেস্টে নামবে শান্ত-সাকিবরা।