রাওয়ালপিন্ডিতে আরেক ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

রাওয়ালপিন্ডিতে আরেক ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

এবারের পাকিস্তান সফরটি বেশ স্মরণীয় হতে যাচ্ছে বাংলাদেশ দলের জন্য। সিরিজের প্রথম টেস্টটি সফরকারীরা শুরু করেছে ইতিহাস গড়ে। রাওয়ালপিন্ডিতে গত রোববার পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় নাজমুল হোসেন শান্তর দল। যা পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের প্রথম জয়। এতেই সিরিজের দ্বিতীয় টেস্টের সামনে আরও এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে শান্ত-সাকিবরা। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামীকাল (শুক্রবার)। সিরিজে ১-০ তে এগিয়ে থাকায় দ্বিতীয় টেস্টে ড্র করলেই সিরিজ জিতে যাবে বাংলাদেশ। এবং এমনটা হলে আরও একটি ইতিহাস গড়বে নাজমুল হোসেন শান্তর দল। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো কোনো টেস্ট সিরিজ জয়ের মধ্যে দিয়ে।

একের অধিক টেস্ট ম্যাচের সিরিজে বাংলাদেশ এখন জিতেছে চারটি সিরিজে। দুটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং বাকি দুটি জিম্বাবুয়ের বিপক্ষে। বাকি আর কোনো দলের বিপক্ষেই একের অধিক ম্যাচের টেস্ট সিরিজ জেতা হয়নি বাংলাদেশের।

এখন পর্যন্ত ক্রিকেটের সবচেয়ে সম্মানজনক এই ফরম্যাটে বাংলাদেশে খেলেছে মোট ১৪৩টি ম্যাচ। যেখানে বাংলাদেশ জিতেছে ২০টি ম্যাচে, হেরেছে ১০৫টিতে এবং ড্র হয়েছে ১৮ ম্যাচ।

এদিকে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টটি ছিল ১৪তম টেস্ট। এর আগের ১৩ টেস্টের ১২টিতেই হেরেছে বাংলাদেশ। কেবল ২০১৫ সালের খুলনা টেস্টটি হয়েছিল ড্র।

সম্পর্কিত খবর