রাওয়ালপিন্ডিতে বৃষ্টি, টসে বিলম্ব
রাওয়ালপিন্ডিতে আরও এক ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। এতেই দ্বিতীয় টেস্টটি ড্র করলেই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। এর আগের ম্যাচে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হারানোর পর শান্ত-সাকিবদের লক্ষ্য এখন সেখানেই।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন আজ (শুক্রবার)। সেখানে ফিরল প্রথম টেস্টের প্রথম দিনের স্মৃতি। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ম্যাচের টসের নির্ধারিত সময় থাকলেও রাওয়ালপিন্ডিতে নেমেছে বৃষ্টি। এতেই টসে হচ্ছে বিলম্ব।
এই রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্টেও বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হতে হয়েছিল দেরী। নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর হয়েছিল টস। ঠিক সেই স্মৃতি ফিরিয়ে দ্বিতীয় টেস্টের শুরুতেও এলো বৃষ্টির বাঁধা।
এদিকে বৃষ্টির শঙ্কা জানা গিয়েছিল আগে থেকেই। শেষ পর্যন্ত সেটিই হলো সত্যি। আপাতত ড্রেসিংরুমে বসেই তাই আবহাওয়া অনুকূলে আসার অপেক্ষায় দুই দল।