প্রতিপক্ষের মাঠে ফের রিয়ালের হোঁচট 

প্রতিপক্ষের মাঠে ফের রিয়ালের হোঁচট 

লা লিগায় এবারের মৌসুমের শুরুতেই ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। মায়োর্কার মাঠে লিগ মৌসুমের প্রথম ম্যাচটি ১-১ গোলের ড্র করেছিল লস ব্লাঙ্কোসরা। পরের ম্যাচটি যখন রিয়ালের নিজেদের মাঠ, সান্তিয়াগো বার্নাব্যুতে সেখানে ভায়াদোলিদকে ৩-০ ব্যবধানে হারায় কার্লো আনচেলত্তির দল। তবে নতুন মৌসুমের শুরুতে প্রতিপক্ষের মাঠের জুজু যেন কাটছেই না রিয়ালের। আরও একবার প্রতিপক্ষের মাঠে হোঁচট খেল গেল আসরের চ্যাম্পিয়নরা।  

লাস পালমাসের মাঠে গত রাতের ম্যাচেও ১-১ গোলের ড্র করেছে রিয়াল। পুরো ম্যাচে আক্রমণ আধিক্য, ৫৭ শতাংশ বল দখল এবং ২৫টি শট নিলেও লক্ষ্য ভেদ করতে পারেনি একটিও। একমাত্র গোলটি এসেছে পেনাল্টি থেকে। 

ঘরের মাঠে শুরুতেই আলবের্তোর গোলে এগিয়ে যায় লাস পালমাস। তবে ২৫তম মিনিটের মাথায় সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল রিয়াল। তবে সেখানে ফেদে ভালভার্দের ফ্রি-কিকের দারুণ শট ঠেকিয়ে দেয় স্বাগতিক দলের গোলরক্ষক। প্রথমার্ধের শেষদিকে এসে রিয়াল ডিফেন্ডার রুডিগারের দারুণ শটেও বাঁধা হয়ে দাঁড়ান পালমাসের গোলরক্ষক ইয়াসপার সিলেসেন। এতে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় ভিনিসিয়ুস-বেলিংহামদের। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দেয় রিয়াল। তবে সেই কাঙ্ক্ষিত শটের দেখা পাচ্ছিল না সফরকারীরা। অবশেষে ৬৯তম মিনিটে এসে পেনাল্টি থেকে গোল করে সমতা আনেন ভিনিসিয়ুস। এবং শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় বর্তমান চ্যাম্পিয়নদের। 

তিন ম্যাচে দুই ড্র ও এক জয়ে ৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকার পাঁচে আছে রিয়াল। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্টে শীর্ষে আছে বার্সেলোনা।  

সম্পর্কিত খবর