তবে কী ড্রয়ের পথেই এগোচ্ছে পিন্ডির দ্বিতীয় টেস্ট?

তবে কী ড্রয়ের পথেই এগোচ্ছে পিন্ডির দ্বিতীয় টেস্ট?

প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টের শুরুটাও একই রকম। দুটোতেই প্রথম সেশনের জয়ী দল বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে বৃষ্টির কারণে টস করাই সম্ভব হয়নি। এভাবেই কেটেছে পুরো প্রথম সেশন। তবে সেশন বিরতির সাথে সাথে দেওয়া হয়েছে প্রথম দিন কলড অফের ঘোষণা। কোনো টস ছাড়াই পরিত্যক্ত হলো প্রথম দিন।

রাওয়ালপিন্ডিতে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আউটফিল্ডে যেভাবে পানি জমছে, তাতে এই মুহূর্তে বৃষ্টি থামলেও প্রথম দিনে বল মাঠে গড়ানোর সুযোগ পাওয়া যাবে না। তাই লাঞ্চ ব্রেকেই দিয়ে দেওয়া হয়েছে দিনের খেলা পরিত্যক্তের ঘোষণা।

তবে এই আবহাওয়ার পূর্বাভাস বলছে শনিবার অর্থাৎ টেস্টে দ্বিতীয় দিন ঝলমলে থাকবে পিন্ডির  আকাশ। তৃতীয় দিনও তাই। এখন পর্যন্ত যে পূর্বাভাস সেটা অনুযায়ী চতুর্থ দিন আবারও বাঁধা হতে পারে বৃষ্টি। তাও আবার বজ্রপাতসহ। পঞ্চমদিনের আকাশে বজ্রপাত কম  হতে পারে, তবে বৃষ্টি হতে পারে শুক্রবারের চাইতেও বেশি।

আবহাওয়া যদি সত্যিই পূর্বাভাস অনুযায়ী যায় সেক্ষেত্রে ড্রয়ের পথেই হাঁটছে দ্বিতীয় টেস্ট। ইতিমধ্যেই ম্যাচ চলে এসেছে চারদিনে। বাড়ছে ড্রয়ের সম্ভাবনা। যদি আরও এক কিংবা দুইটা সেশন বৃষ্টিতে ভেস্তে  যায়, সেক্ষেত্রে মিরাকল কিছু না হলে ড্র-ই একমাত্র অপশন। বাংলাদেশে যদি জেতে কিংবা যদি ড্র হয় এই টেস্ট সেক্ষেত্রে প্রথমবারের মতো পাকিস্তানকে বাংলাদেশ দেবে টেস্টে হোয়াইটওয়াশের লজ্জা।

পিন্ডির আকাশের যে অবস্থা, তার ওপর প্রথম দিন বৃষ্টির দখলে- তাতে বলাই যায় ড্র এর পথেই হাঁটছে এই টেস্ট। সেক্ষেত্রে বাংলাদেশ পাবে প্রথম বারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ। সেই সাথে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে যোগ করতে পারবে আরও  চার পয়েন্ট।

সম্পর্কিত খবর