বৃষ্টির বাগড়ায় পাকিস্তানে সিরিজ হারলেন হৃদয়রা
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ এ দল হেরেছিল বাজেভাবে। পাকিস্তান শাহিন্সের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওই হারটাই শেষমেশ সিরিজের পার্থক্য গড়ে দিয়েছে। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচটা ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
এরপর আজ হওয়ার কথা ছিল তৃতীয় ম্যাচ। তবে এই ম্যাচটাও শেষমেশ বৃষ্টিতে ভেসে গেছে। যার ফলে স্বাগতিক পাকিস্তান শাহিন্স সিরিজ জিতে গেছে ১-০ ব্যবধানে।
পাকিস্তানে শেষ অনেক দিন ধরেই বৃষ্টি বাগড়া দিচ্ছে বেশ। দেশটিতে আছে বাংলাদেশের দুই দল, জাতীয় দল ও এ দল। জাতীয় দল টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির কবলে পড়েছিল, রাওয়ালপিন্ডিতে বৃষ্টি বাগড়া দিয়েছে আজও। যে কারণে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে আজ খেলা মাঠেই গড়ায়নি।
একই দিনে রাওয়ালপিন্ডির অদূরে ইসলামাবাদে মাঠে নামার কথা ছিল তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ এ দলের। তবে সেই ম্যাচও ওই একই পরিণতি বরণ করেছে। যার ফলে কপাল পুড়েছে বাংলাদেশ এ দলের। সিরিজটা হেরে গেছে ১-০ ব্যবধানে।