পর্তুগালের নেশন্স লিগ দলে রোনালদো
ইউরো ২০২৪-এ সময়টা ভালো কাটেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে তা সত্ত্বেও পর্তুগাল দলে জায়গাটা ঠিকই ধরে রেখেছেন তিনি। ক্রোয়েশিয়া এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে আগামী মাসে উয়েফা নেশনস লিগের ম্যাচে মুখোমুখি হবে দলটা। সে ম্যাচদুটোর জন্য ঘোষিত পর্তুগাল দলে আছে রোনালদোর নাম।
রেকর্ড ষষ্ঠ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে খেলেছেন রোনালদো। তবে তাতে ৩৯ বছর বয়সী এই তারকা গোলের দেখা পাননি। কোচ রবার্তো মার্টিনেজ অবশ্য তাকে সমর্থন দিচ্ছেন। সে কারণেই তো তাকে রেখেছেন নেশন্স লিগের দলে।
রোনালদো পর্তুগাল দলে ব্যর্থ হলেও সৌদি প্রো লিগে ঠিকই ফর্মটা ধরে রেখেছেন। আল-নাসরের হয়ে চার গোল করে নতুন মৌসুম শুরু করেছেন। আসছে ম্যাচগুলোয় দলকে নেতৃত্বও দিতে পারেন তিনি।
মার্টিনেজ শুক্রবার ঘোষিত এই দলে ১৭ বছর বয়সী স্পোর্টিং লিসবন উইঙ্গার জিওভানি কুয়েন্ডাকে দলে টেনেছেন। এছাড়াও চেলসির লেফট-ব্যাক রেনাতো ভেইগা এবং লিলির ডিফেন্ডার তিয়াগো সান্তোস এই দলে জায়গা করে নিয়েছেন নতুন মুখ হিসেবে।
স্কোয়াড:
গোলরক্ষক: ডিওগো কস্তা, হোসে সা, রুই সিলভা
ডিফেন্ডার: রুবেন ডিয়াস, আন্তোনিও সিলভা, রেনাতো ভেইগা, গনকালো ইনাসিও, টিয়াগো সান্তোস, ডিয়োগো দালো, নুনো মেন্ডেস, নেলসন সেমেডো
মিডফিল্ডার: জোয়াও পালনিয়া, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্ডো সিলভা, রুবেন নেভেস
ফরোয়ার্ড: জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, পেদ্রো গনকালভেস, রাফায়েল লিয়াও, জিওভানি কুয়েন্ডা, পেড্রো নেটো, ক্রিশ্চিয়ানো রোনালদো, ডিয়োগো জোটা