আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন ফখর

আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন ফখর

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে গতকাল কিউইদের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। ফখর জামানের দূর্দান্ত এক ইনিংসে রান তাড়ায় বেশ ভালো পারফরম্যান্স দেখাচ্ছিলো বাবর আজমের দল। পরে যদিও বৃষ্টি আইনে পাকিস্তানই জয় লাভ করে, তবে এখানেও ফখরের ভূমিকাই চোখে পড়ার মতো। এই ইনিংসের মাধ্যমেই তিনি ভাগ বসিয়েছেন শহীদ আফ্রিদির অনবদ্য এক রেকর্ডে।

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের করা ৪০১ রান তাড়া করতে নামে পাকিস্তান। আব্দুল্লাহ শফিক শুরুতেই সাজঘরে ফিরলেও ব্যাট হাতে এদিন গর্জে উঠেন অধিনায়ক বাবর আজম ও ফখর জামান। উভয়ের মারমুখী ব্যাটিংয়েই প্রকাশ পায় ম্যাচ জয়ের তীব্র আকাঙ্ক্ষা, কারণ এই ম্যাচ না জিতলে সেমির আর কোনো আশাই থাকতো না তাদের। এই জুটির ১৯২ রান থাকাকালীন ২৬তম ওভারে দলীয় সংগ্রহ যখন ২০০ রান, তখনই খেলা ফের বন্ধ হয় বৃষ্টির কারণে। ম্যাচ বাতিল হওয়ায় ডিএলএস পদ্ধতিতে পাকিস্তান পূর্ণ পয়েন্ট লাভ করে এবং সেমির রেসে টিকে থাকে। ফখরের ১২৬ রানের ঝড়ো ইনিংসে ছিলো ১১ টি ছক্কা এবং ৮ টি চার।

১৯৯৬ সালে ৩৭ বলে ১০০ রান করে দ্রুততম শতকের বিশ্ব রেকর্ড গড়েছিলেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। দ্রুততম শতকের সেই রেকর্ডটি পরবর্তীতে ভেঙ্গে গেলেও আফ্রিদির ১১ টি ছক্কার রেকর্ড অন্য কোনো পাকিস্তানি ক্রিকেটারই আর ভাঙ্গতে পারেনি। ২৭ বছর পর এসে আফ্রিদির সেই বিখ্যাত ইনিংসের ১১ ছক্কার রেকর্ড ছুঁয়েছেন ফখর। পাকিস্তানের হয়ে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন যৌথভাবে আফ্রিদি ও ফখরের।

এছাড়াও এই ইনিংসের মাধ্যমেই আরেকটি রেকর্ড নিজের নামে করে নিয়েছেন ফখর জামান। যেকোনো বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা এখন তার নামের পাশেই। বিশ্বকাপে মোট ১১ টি ইনিংসে ব্যাটিং করে ২১ টি ছক্কা রয়েছে ফখরের। এর আগে ২৪ ইনিংসে ১২টি ছক্কা মেরে এই রেকর্ডটির মালিক ছিলেন শহীদ আফ্রিদি।

সম্পর্কিত খবর