ইংলিশ কাউন্টিতে কোন দলে খেলবেন সাকিব?

ইংলিশ কাউন্টিতে কোন দলে খেলবেন সাকিব?

সাকিব আল হাসান পাকিস্তান সিরিজের পর কাউন্টি ক্রিকেটে খেলবেন, তা জানা গিয়েছিল আগেই। এবার ক্রিকইনফো জানাল, সেই কাউন্টি দলটা হচ্ছে সারে। ভারত সফরের আগে তাকে একটি ম্যাচে খেলাতে মরিয়া হয়ে চেষ্টা করছে দলটি। 

সাকিব ইতোমধ্যেই নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গেছেন বিসিবির কাছ থেকে। এখন বাকি সব ব্যাটে বলে মিললেই আগামী ৯ সেপ্টেম্বর সমারসেটের বিপক্ষে টন্টনে সারের জার্সি গায়ে মাঠে নামবেন সাকিব। 

সারে তাকে চাইছে মরিয়া হয়েই। কারণ ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ম্যাচটার সময় দলটার ইংলিশ জাতীয় দলের সব খেলোয়াড় থাকবেন ব্যস্ত। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টের পরই শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ। তাতে দলের সিংহভাগ খেলোয়াড়ই ব্যস্ত থাকবেন। মূলত দলের শক্তি যেন বেশি খর্ব না হয় সে কারণেই সাকিবকে চাইছে সারে। 

লন্ডন থেকে সাকিব ওই ম্যাচ খেলে সরাসরি চেন্নাইয়ের ফ্লাইট ধরবেন। সেখানে বাংলাদেশ ভারতের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর খেলবে প্রথম টেস্ট। সেখানে স্বাগতিকদের বিরুদ্ধে ২ টেস্ট আর ৩ টি-টোয়েন্টি খেলার কথা আছে বাংলাদেশের। 

এতসব কিছু যদি কিন্তুর বেড়াজালে আটকে আছে, তার কারণ সাকিবের নামের পাশে যোগ হওয়া মামলা। আদাবর থানায় শেখ হাসিনাসহ আরও ১৪৭ জনের বিরুদ্ধে হত্যা মামলায় আছে সাকিবের নামও। বিসিবি যদিও জানিয়েছে এফআইআরের কারণে সাকিবের খেলাতে কোনো সমস্যা হবে না, তবে তাতে ইসিবির আপত্তি থাকলেও থাকতে পারে। আর ইংল্যান্ড ক্রিকেট চাইলে যে কোনো খেলোয়াড়কে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলা থেকে বাধা দিতে পারে। ইংল্যান্ডের ভিসা পেয়ে গেলেও তাই সাকিবের কাউন্টিতে খেলা নিয়ে একটা শঙ্কা থেকেই যাচ্ছে। 

সাকিব অবশ্য এসব দুর্ভাবনা এড়িয়েই খেলা চালিয়ে যাচ্ছেন দিব্যি। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ম্যাচে শেষ দিনে তিন উইকেট নিয়ে তিনি দলকে জেতাতে বড় অবদান রেখেছেন। দ্বিতীয় টেস্টেও তিনি থাকবেন দলে।

সম্পর্কিত খবর