রাওয়ালপিন্ডিতে আজ খেলা হবে তো?

রাওয়ালপিন্ডিতে আজ খেলা হবে তো?

প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও ম্যাচে বৃষ্টি হানা দিয়েছে। তবে আগের ম্যাচে বৃষ্টি শেষে প্রথম দিনেই খেলাটা মাঠে গড়িয়েছিল। দ্বিতীয় টেস্টে প্রথম দিনে বল হয়নি একটাও, টসও হতে পারেনি এখনও। তাই প্রশ্ন উঠে যাচ্ছে, দ্বিতীয় দিনে আজ খেলা মাঠে গড়াবে তো?

এমন প্রশ্নের উত্তর আগেই দিয়েছে অ্যাকিউওয়েদার। জানিয়েছে আজ পুরোপুরি আলাদা দৃশ্যের দেখা মিলবে পিন্ডিতে। আজ পিন্ডিতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছিল তারা। 

বাস্তবেও হলো তাই। ক্রিকবাজ জানাল, মাঠের পরিস্থিতি আজ বেশ ভালো। রোদ উঠে গেছে ইতোমধ্যেই। কাভারও সরে গেছে। 

আগের দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় আজ একটু আগেভাগে খেলা শুরু হওয়ার কথা। স্থানীয় সময় সকাল ১০টা, বাংলাদেশ সময় বেলা ১১টায় খেলা শুরু হবে। রৌদ্রোজ্জ্বল সকাল আভাস দিচ্ছে, বিকেলে আলোকস্বল্পতা দেখা না দিলে আজ ৯৮ ওভারের খেলাই চলবে। 

সম্পর্কিত খবর