টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে আজ আবার পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। প্রথম টেস্টের মতো এই টেস্টেও টস ভাগ্যটা সঙ্গে পেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টস জিতেছেন তিনি। প্রথম টেস্টের মতো এবারও তিনি নিয়েছেন বোলিংয়ের সিদ্ধান্ত। 

প্রথম টেস্ট হারের পর পাকিস্তান দলে এসেছে দুটি পরিবর্তন। দুই তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি আর নাসিম শাহকে বসিয়ে তাদের জায়গায় স্পিনার আবরার আহমেদ, ও মীর হামজাকে দলে এনেছে পাকিস্তান।

এদিকে বাংলাদেশও উইনিং কম্বিনেশন ভেঙেছে। একাদশে একটি পরিবর্তন এসেছে। তাসকিন আহমেদ ফিরেছেন শরিফুল ইসলামের জায়গায়। 

সম্পর্কিত খবর