শরিফুল যে কারণে বাদ পড়লেন

শরিফুল যে কারণে বাদ পড়লেন

প্রথম টেস্টে দারুণ খেলে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে এবার সিরিজ জয়ের মিশন দলের। 

এই ম্যাচে বাংলাদেশ তাদের উইনিং কম্বিনেশন ভেঙে ফেলেছে। শরিফুল ইসলাম বাদ পড়েছেন দল থেকে। তাসকিন আহমেদ দলে ফিরে এসেছেন তার জায়গায়।

উইনিং কম্বিনেশন ভাঙার চল বাংলাদেশে খুব একটা নেই। এই টেস্টেও সে কম্বিনেশন ভাঙা হতো না দলের, তবে শরিফুল ইসলামের চোটের কারণে সেটা ভাঙতে হয়েছে, এক বিবৃতিতে জানিয়েছে বিসিবি। 

শরিফুল এই টেস্টের আগে পড়েছেন কুঁচকির চোটে। যার ফলে তাকে বাদ রেখেই দল সাজাতে হয়েছে।  

বাঁহাতি এই পেসার প্রথম ম্যাচের পর তার কুঁচকির জায়গাটায় অস্বস্তির কথা জানান। এরপর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় চোটের কথা। 

জাতীয় দলের ফিজিও বায়জিদুল ইসলাম খান বলেন, ‘প্রথম টেস্টের পর শরিফুল এমআরআইয়ের মধ্য দিয়ে গেছে, যার ফলাফলে দেখা গেছে অ্যাডাক্টরে গ্রেড–১ এর চোট আছে। এ ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ১০ দিনের মতো সময় লাগে। সে তার রিহ্যাব শুরু করেছে।’

সম্পর্কিত খবর