তাসকিনের দারুণ শুরুর পর কঠিন পরীক্ষার মুখে বাংলাদেশ

তাসকিনের দারুণ শুরুর পর কঠিন পরীক্ষার মুখে বাংলাদেশ

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টটা অনেকটা প্রথম টেস্টের পাণ্ডুলিপি ধরেই এগোচ্ছিল। বৃষ্টিতে খেলার অনেকটা ভেসে যাওয়া, এরপর বাংলাদেশের টস জয়, শুরুতেই দারুণ সাফল্য! তবে দ্বিতীয় টেস্টের শুরুতে বাংলাদেশের দারুণ সাফল্যটা এসে ঠেকল একটা উইকেটে। তাসকিন আহমেদ ১৪ মাস পর ফিরে এসেই স্বপ্নের মতো একটা ওভার করে পেয়েছিলেন সফলতার দেখা।

তবে বাংলাদেশের সুখস্মৃতি স্রেফ ওই পর্যন্তই। এর পরের গল্পটা স্রেফ ওপেনার সাইম আইয়ুব আর তোপের মুখে থাকা অধিনায়ক শান মাসুদের। দুজন মিলে মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত তুলে ফেলেছেন ৯৯ রান।

বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে আজ এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল। কুঁচকির চোটের কারণে শরিফুল ইসলাম বাদ পড়েছিলেন একাদশ থেকে, তার বদলে একাদশে এসেছেন তাসকিন আহমেদ। ওদিকে পাকিস্তান বাজে ফর্মের কারণে শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে বাদ দিয়েছে, দলে ঢুকিয়েছে স্পিনার আবরার আহমেদ আর বাঁহাতি পেসার মীর হামজাকে।  

উইকেট আগের টেস্টের মতো সবুজই দেখাচ্ছিল, সঙ্গে ছিল আগের দিনের বৃষ্টি। যার ফলে অন্তত একটা সেশনের অর্ধেক পেসারদের রাজত্ব করার সম্ভাবনাই দেখা যাচ্ছিল ম্যাচ শুরুর আগে। তাই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে দুবার ভাবেননি। 

১৪ মাস পর সাদা পোশাক গায়ে চড়ানো তাসকিন প্রথম ওভারেই স্বপ্নের এক ডেলিভারিতে আব্দুল্লাহ শফিককে বোল্ড করলে সে ধারণাটা আরও পোক্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছিল। অফ স্টাম্পের লাইনে বল ফেলে দারুণ এক ইনসুইঙ্গারে শফিককে ফিরিয়েছিলেন তাসকিন।

এরপরই অবশ্য দেখা মিলল পাকিস্তানের প্রতি আক্রমণের। সাইম আর শান মিলে এরপর কিছুক্ষণ খোলসে ঢুকে ছিলেন। তবে প্রথম ঘণ্টা পেরোতে যখন উইকেটের আদ্রতা গায়েব হয়ে গেল, তখন দুজনই রুদ্ররূপে দেখা দেন। ৫৪ বলে ফিফটি তুলে নেন শান মাসুদ। ওপাশে সাইম বিরতির ঠিক আগে ছিলেন পঞ্চাশ ছোঁয়ার অপেক্ষায়।

সম্পর্কিত খবর