মধ্যাহ্ন বিরতির পর মিরাজের জোড়া আঘাত
ইনিংসের একদম প্রথম ওভারেই ওপেনার আবদুল্লাহ শফিকের উইকেট তুলে নেন তাসকিন। তবে পিন্ডির দ্বিতীয় টেস্টের প্রথম সেশনের বাকি অংশে চলে পাকিস্তানি ব্যাটারদের অধিপত্য। সেশনের বাকি অংশে আরও কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। ২৫ ওভার শেষে ১ উইকেটে তখন পাকিস্তানের সংগ্রহ ছিল ৯৯ রান। তবে মধ্যাহ্ন বিরতির পর জোড়া আঘাত হানেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। সাজঘরে ফেরান দুই সেট ব্যাটার শান মাসুদ ও সাইম আইয়ুবকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫ ওভার শেষে ৩ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১২৭ রান। ২২ গজের বর্তমানে দু'জনেই নতুন ব্যাটার, বাবর আজম ও সাউদ শাকিল।
ইনিংসের প্রথম ওভারের পর থেকেই উইকেটের জন্য মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। অবশেষে ২৮তম ওভারে সেই ডেডলক ভাঙেন মিরাজ। লেগ বিফোরের ফাঁদে ফেরান অধিনায়ক মাসুদ। সেখানে রিভিও নিয়েও বাঁচেননি এই বাঁহাতি ব্যাটার। তিনি ফিরেছেন ৫৭ রান করে। এতে ভেঙেছে দ্বিতীয় উইকেটে মাসুদ-সাইমের ১০৭ রানের জুটি।
এর কিছুক্ষণ বাদে আরেক সেট ব্যাটার সাইমকেও সাজঘরের রাস্তা মাপান মিরাজ। ওপেনিংয়ে নামা এই বাঁহাতি ব্যাটার করেন ৫৮ রান। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ফিফটির পরপরই ফিরলেন সাইম।
রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের খেলা শুরু হলো দ্বিতীয় দিনে এসে। প্রথম দিনের খেলা ভেস্তে গেছে বৃষ্টিতে। টেস্টের দ্বিতীয় দিনে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সফরকারীদের দলের এসেছে একটি পরিবর্তন। চোটের কারণে এই টেস্টে নেই শরিফুল এবং তার পরিবর্তে জায়গা মিলেছেন তাসকিন আহমেদের।
১৪ মাস পর টেস্টে ফিরে প্রথম ওভারেই স্বাগতিকদের পেস তোপে ভোগান তাসকিন। ইনিংসের প্রথম ওভারেই শেষ বলে দারুণ এক ইনসুইংয়ে বোল্ড করেন ওপেনার আবদুল্লাহ শফিককে।