ঝোড়ো শুরুর পর ফিরলেন রোহিত-গিল
আসরের অন্যতম দুই শক্তিশালী দল, ভারত ও দক্ষিণ আফ্রিকা। ব্যাট-বলে দুই দলই দেখিয়েছে তাদের সক্ষমতা। নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়ে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। ব্যাটিংয়ে আসরে একরকম তাণ্ডব চালিয়েছেন প্রোটিয়া ব্যাটাররা। তাদের বিপক্ষে টাই বড় সংগ্রহের লক্ষ্য শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করছেন ভারতীয় ব্যাটাররা।
আসরে দারুণ ছন্দে আছেন অধিনায়ক রোহিত শর্মা। প্রতি ম্যাচেই তার ঝোড়ো শুরু দলকে এনে দেন দারুণ এক গতি। এদিনও হয়নি তার ব্যতিক্রম। শ্রীলঙ্কার বিপক্ষে শুরুর ওভারেই সাজঘরে ফেরার পর এদিন শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন তিনি। তবে দলীয় ৬২ রানের মাথায় তাকে ফেরান পেসার কাগিসো রাবাদা। কেবল ২৪ বলে ৪০ রান করেন রোহিত।
এরপর বিরাট কোহলিকে রানের চাকা সচল রেখে এগোতে থাকেন আরেক ওপেনার শুভমান গিল। তবে দিন থিতু হতে পারেননি তিনি। কেশব মহারাজের বলে ফেরেন বোল্ড হয়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১০৫ রান করেছে ভারত। বিরাট অপরাজিত আছেন ২৪ রানে।