সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিসিবিতে নাজমুল হাসান পাপন আর বাফুফেতে কাজী সালাউদ্দিনের একচ্ছত্র আধিপত্যে বিরক্ত দর্শক, সাবেক ক্রিকেটার-ফুটবলাত থেকে শুরু করে সংগঠকরাও। আত্মগোপণে আর সমালোচনার তোপে পাপন বিদায় নিয়েছেন।

ফুটবল সমর্থকরা বার বারই পদত্যাগের দাবি জানালেও সালাহউদ্দিন পদ ছাড়েননি। যদিও তার বিদায়ে খুব বেশি প্রভাবও পড়ার কথা নয়। কারণ এক মাস পরেই বাফুফে নির্বাচন। তবে তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি আবারও নির্বাচন করবেন।

এবার সালাহউদ্দিনকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া সংগঠক এবং সাবেক ফুটবলাররা। শনিবার মতিঝিলে বাফুফে ভবনের সামনে এই বিক্ষোভ এবং মানববন্ধনে অংশ নেন তারা।

এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুস সালাম বলেন, কাজী সালাউদ্দিনকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। তিনি পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গন থেকে অবাঞ্ছিত হবেন।

এসব জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং গোলরক্ষক আমিনুল হকও একই প্রতিবাদ জানান। সালাহউদ্দিনের অধীনে দেখতে রাজি নন আমিনুল। তিনি বলেন, দেশের জনপ্রিয় খেলা ফুটবলে দুর্নীতি হয়েছে। তার সভাপতি থাকার নৈতিক অধিকার নেই। বিবেকবোধ থাকলে তিনি পদত্যাগ করবেন। আমরা তার অধীনে ফুটবল ফেডারেশনে কোনো নির্বাচন চাই না। ব্যাপারটা একেবারে স্পষ্ট। ফুটবল ফেডারেশনে সালাউদ্দিনসহ অন্যদের থাকার অধিকার নেই। তারা দুর্নীতি করেছে ও ফুটবলকে নিচে নামিয়েছেন।

বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল সালাউদ্দিনের পদত্যাগের পাশাপাশি দাবি করেন বাফুফে নির্বাচনও এক মাস পেছাতে। এসময় তিনি বলেন, বন্যা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আমরা ফুটবল ফেডারেশনের নির্বাচন পেছানোর জন্য ফিফার সাথে যোগাযোগ করতে বলেছি।

সম্পর্কিত খবর