অলআউটের পথে পাকিস্তান
রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল স্বাগতিকরা। তবে প্রথম সেশন শেষে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণিতে নড়বড়ে হয়ে যায় স্বাগতিকদের ব্যাটিং পারফরম্যান্স। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮০ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২৪৬ রান।
এর আগে মধ্যাহ্ন বিরতির পর টাইগার স্পিনার মিরাজ সাজঘরে ফেরান দুই সেট ব্যাটার শান মাসুদ ও সাইম আইয়ুবকে। তখনই খেলা চলে আসে বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রণে।
ইনিংসের ৫৩তম ওভারে হাসান মাহমুদের বোলিংয়ে মোহাম্মদ রিজওয়ানের স্ট্রেট ড্রাইভ আটকানোর চেষ্টা করেন মুশফিক, ডাইভ দিয়ে কাঁধে আঘাত পেয়েছেন তিনি। এরপর মাঠ ছাড়তে বাধ্য হন এই অভিজ্ঞ টাইগার উইকেটকিপার ব্যাটার।
প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর আজ দ্বিতীয় দিনের শুরুটা ভালই করেছিল পাকিস্তান। তবে ২৮তম ওভারে সেই ডেডলক ভাঙেন মিরাজ। লেগ বিফোরের ফাঁদে ফেরান অধিনায়ক মাসুদ। সেখানে রিভিও নিয়েও বাঁচেননি এই বাঁহাতি ব্যাটার।
প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৯৯ রান থেকে দ্বিতীয় সেশন শেষে ৫৫ ওভারে ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৮৩ রানে। এরপর ব্যাট হাতে শক্তভাবে দাঁড়াতে পারেননি খুররম শাহজাহ কিংবা মোহাম্মদ আলির কেউই। ফর্মে থাকা রিজওয়ানকে ফিরিয়ে চলতি টেস্টে নিজের প্রথম উইকেটটি শিকার করেন নাহিদ রানা।
নিজের অর্ধশতক আদায় করার পথে এখন উইকেটে টিকে আছেন সালমান আঘা। তাকে সঙ্গ দিচ্ছেন এই সিরিজে প্রথমবার মাঠে নামা আবরার আহমেদ।