২৬ রানে নেই ৬ উইকেট, ফলো অনের শঙ্কায় বাংলাদেশ

২৬ রানে নেই ৬ উইকেট, ফলো অনের শঙ্কায় বাংলাদেশ

সকালের শুরুটা এভাবে হোক, তা চায়নি বাংলাদেশ। পাকিস্তানের ২৭৪ রানের জবাব দিতে নেমে অর্ধেক ইনিংস হাওয়া হয়ে গেছে দলীয় ২৬ রান তুলতেই। শেষ ১২ রানেই নেই হয়ে গেছে এই পাঁচটি উইকেট। আর তাতে ফলো অনের শঙ্কাও মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশ শিবিরে।

বাংলাদেশ দিনটা শুরু করেছিল ১০ রান নিয়ে। গতকাল বিকেলে কোনো উইকেট খোয়ায়নি সফরকারীরা। তবে আজ সকালে এক ঘণ্টা না পেরোতেই পরিস্থিতিটা ১৮০ ডিগ্রি উলটে গেল। 

তার শুরুটা হয়েছিল জাকির হাসানের উইকেট দিয়ে। মির হামজা আর খুররম শেহজাদের জুটি বেধে দারুণ বোলিংয়ের সামনে হাঁসফাঁস করছিলেন জাকির। একবার এলবিডব্লিউর ফাঁদে পড়তে পড়তেও পড়েননি আম্পায়ারের আউট না দেওয়া আর পাকিস্তানের রিভিউ না নেওয়ার ফলে। তার আগে ক্যাচ দিয়েছিলেন স্কয়ার লেগে। এত সুযোগ পেয়েও তবে শেষমেশ ইনিংসটা বড় করতে পারেননি। ক্যাচ দিয়ে ফেরেন স্কয়ার লেগে থাকা ওই আবরার আহমেদকেই।

এরপর সাদমান ইসলাম বোল্ড হয়েছেন শাফল করে খেলতে গিয়ে। ক্রমাগত প্যাডে আসতে থাকা বল ফ্লিক করতেই একটু শাফল করতে চেয়েছিলেন সাদমান। তাতে পেছনের স্টাম্প ফাঁকা রেখে দিচ্ছিলেন, শেষমেশ লেগ স্টাম্প খোয়ালেন, বোল্ড হয়ে ফিরলেন ১০ রান করেন।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ফিরেছেন এই খুররমের বলে বোল্ড হয়েই। সকাল থেকে দারুণ বোলিং করা মীর হামজা সফলতা পান এরপর। তিনি মুমিনুল হককে ফেরান। আগের ম্যাচের সেরা খেলোয়াড় মুশফিকও শিকার বনে যান তার। ব্যাক অফ লেন্থের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। 

সাকিব আল হাসান এরপর হয়েছেন খুররমের শিকার। ২৬ রানে ৬ উইকেট খুইয়ে বাংলাদেশ তাই পড়ে গেছে ঘোর বিপাকে। বাংলাদেশকে ফলো অন এড়াতে হলে করতে হবে ১২৫ রান। সর্বনিম্ন রানের লজ্জাও চোখ রাঙাচ্ছে এখন। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে অলআউট হয়ে এই রেকর্ড গড়েছিল বাংলাদেশ। 

সম্পর্কিত খবর