ফলো অন এড়াল বাংলাদেশ
২৬ রানেই নেই শুরুর ৬ উইকেট। এতে ফলো অন পড়ে যাওয়ার বড় সম্ভাবনা জেগেছিল নাজমুল হোসেন শান্তর দলের। তবে লিটন-মিরাজের ব্যাটে চড়ে শেষ পর্যন্ত ফলো আন এড়াল সফরকারীরা। তাদের অপরাজিত শত রানের জুটিতে ম্যাচের এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৩৬ ওভার ৬ উইকেটে ১২৬ রান।
পিন্ডির দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়া টেস্ট কার্যত পরিণত হয় চার দিনের। এতেই ফলো অন এড়াতে বাংলাদেশকে অন্তত ১২৫ রান করতে হতো। সেই লক্ষ্য পেরিয়ে এখন ব্যবধান কমাতেই ব্যাট করছেন লিটন ও মিরাজ। দু'জনেই পৌঁছে গেছেন ব্যক্তিগত ফিফটির একদম দুয়ারে। লিটন অপরাজিত আছেন ৪৮ রানে এবং মিরাজ ব্যাট করছেন ৪৭ রানে।
রাওয়ালপিন্ডি দিনের শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। খুররম শেহজাদ ও মীর হামজার পেস তোপে দলীয় সংগ্রহ ৩০ রানের আগেই সাজঘরে অর্ধেকের বেশি দল। দিনের শুরুতে ষষ্ঠ ওভারের শেষ বলে জাকিরকে ফেরান খুররম। নিজের পরের ওভার এবার জোড়া আঘাত হানেন এই ডানহাতি পেসার। সেখানে সাজঘরের রাস্তা মাপেন আরেক ওপেনার সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় সংগ্রহ তখন কেবল ২০ রান। পরের ৬ রান যোগে সাজঘরের ফেরেন আরও ৩ ব্যাটার।
শুরুর সেই ব্যাটিং ধস সামলে ইতিমধ্যেই ১০০ রানের জুটি গড়ে ফেলেছেন লিটন ও মিরাজ। এতে কেবল ফলো অনই এড়ায়নি স্বাগতিকরা, স্বপ্ন বুনছে পাকিস্তানের সংগ্রহকেও ছুঁয়ে ফেলার।
নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ২৭৪ রান। সেখানে ফিফটি পেরোনো ইনিংস খেলেছেন সাইম, মাসুদ ও সালমান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন মিরাজ।