২৭ মাস পর লিটনের সেঞ্চুরি

২৭ মাস পর লিটনের সেঞ্চুরি

লিটন দাস যখন ব্যাটিংয়ে নামেন তখন বাংলাদেশের স্কোরবোর্ডে ছিল ৫ উইকেটে ২৬ রান। পরের ওভারে উইকেট হারায় দলের শেষ মূল ব্যাটার সাকিব আল হাসানও। স্কোরবোর্ডে রান তখনও ২৬। সেখান থেকে মিরাজকে নিয়ে ১৬৫ রানের দারুণ জুটি গড়ে চাপ দারুণভাবে সামলে নেন লিটন। পরে তুলে নিলেন টেস্ট ক্রিকেটে নিজের চতুর্থ সেঞ্চুরিটাও।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে ৬৫ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২১৭ রান। এতে এখনো ৫৭ রানে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল।

৬৫তম ওভারের পঞ্চম বলে চার মেরে সেঞ্চুরির উদযাপনের ব্যাট উঁচিয়ে ধরেন লিটন। দীর্ঘ ২৭ মাস পরে। এই মুহূর্তে ১৭২ বলে ১০৪ রানে অপরাজিত আছেন এই উইকেটরক্ষক ব্যাটার। সেঞ্চুরিটা তুলেছেন ১৭১তম বলে। এখন পর্যন্ত তার ইনিংসে সেজেছে ১১ চার ও ২ ছক্কায়।

পাকিস্তানের বিপক্ষে এটি লিটনের দ্বিতীয় সেঞ্চুরি। তবে পাকিস্তানের মাঠে এই প্রথম। এদিকে লাল বলের ক্রিকেটে সবশেষ সেঞ্চুরিটা লিটন পেয়েছিলেন ২০২২ সালের মে মাসে মিরপুরে, শ্রীলঙ্কার বিপক্ষে।

পিন্ডির প্রথম টেস্টেও ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন লিটন। প্রথম ইনিংসে করেছিলেন ৭৮ বলে ৫৬ রান। এবার দ্বিতীয় টেস্টে এসে তুললেন সেঞ্চুরি।

এদিকে দিনের শুরুতে দলের ব্যাটিং ধস সামলে সফরকারীদের শক্ত অবস্থানে আনতে বড় অবদান রাখলেন ২৯ বছর এই ব্যাটার। ৭৮ রান তুলে মিরাজ ফিরলেও রানের ব্যবধান কমাতে এখনো লড়ছেন লিটন।

সম্পর্কিত খবর