মেসির মাঠে ফেরার তারিখ নিশ্চিত করলেন মার্তিনো

মেসির মাঠে ফেরার তারিখ নিশ্চিত করলেন মার্তিনো

কোপা আমেরিকা আসরে চোটে পড়েছিলেন লিওনেল মেসি। চোট নিয়ে খেলার চেষ্টা যদি করেছিলেন, কিন্তু ফাইনাল ম্যাচের দিন ব্যাথা সহ্য করতে না পেরে মাঠ ছেড়েছিলেন। দল যদি শিরোপা তুলে ধরেছিল তাকে ছাড়াই। সে চোট এখনো ভুগাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই কিংবদন্তিকে।

ক্যারিয়ারে এর আগেও চোটে পড়ার অভিজ্ঞতা আছে মেসির, তবে এতদিন মাঠের বাইরে থাকা লাগেনি তাকে। এবারই প্রথমবার দীর্ঘ প্রায় দেড় মাস ধরে মাঠের বাইরে আছেন ইন্টার মায়ামির এই তারকা ফরোয়ার্ড।

আজ মেজর লিগ সকারে (এমএলএস) শিকাগোর বিপক্ষে ম্যাচ দিয়ে মেসির মাঠে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। ফলে শঙ্কা বেড়েছে মেসির সমর্থকদের মনেও। যদি মেসির ফেরার তারিখ জানিয়ে ভক্তদের এবার স্বস্তি দিলেন মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্তিনো।

‘লিও খুব ভালো করছে এবং অনুশীলনে দলের সঙ্গে সময় কাটাচ্ছে। আমরা ভেবেছি যে এই ম্যাচে সে আমাদের সময় দিতে পারে, আবার এটাও ছিল যে পরের ১৫ দিনের মধ্যে বিবেচনা করাটা ভালো হতে পারে। আমরা এ বিষয়ে আলাপ করেছি এবং শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছেছি যে দ্বিতীয় বিকল্পটাই বেশি ভালো। ফলে আমরা এখন তাঁকে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে তাঁকে খেলানোর লক্ষ্য স্থির করেছি।’- এমনটাই জানান কোচ।

আপাতত মার্তিনোর কথা থেকেই স্বস্তি খুঁজে নিতে পারেন মেসির ভক্তরা। কারণ তার ভাষ্যমতে, আগামী ১৪ সেপ্টেম্বর মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামি–ফিলাডেলফিয়া ম্যাচ দিয়েই মাঠে ফিরতে যাচ্ছেন ফুটবলের এই মহাতারকা। আশা করা যাচ্ছে ইন্টার মায়ামির পরের ম্যাচেই মাঠে দেখা যাবে মেসিকে। ততদিন অপেক্ষায় থাকতে হবে তার সমর্থকদের।

সম্পর্কিত খবর