এমবাপের নৈপুণ্যে জয়ে ফিরল রিয়াল 

এমবাপের নৈপুণ্যে জয়ে ফিরল রিয়াল 

 

লা লিগায় এর আগের ম্যাচে লাস পালমাসের মাঠে ১-১ গোলের ড্র করেছিল রিয়াল মাদ্রিদ। এবং শুরুর তিন ম্যাচে কেবল একটি জয় নিয়ে শিরোপা ধরে মৌসুমের শুরুতেই ছন্দ খুঁজে ফিরছিল লস ব্লাঙ্কোসরা। তবে ঘরের মাঠে দলের নতুন তারকা কিলিয়ান এমবাপের নৈপুণ্যে জয়ের ফিরল কার্লো আনচেলত্তির দল। এই ফ্রেঞ্চ তারকা ফরোয়ার্ডের জোড়া গোলে বেতিসকে ২-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল। 

রিয়ালের হয়ে এমবাপের শুরুটা হয়েছিল দারুণ। উয়েফা সুপার কাপের শিরোপা লড়াইয়ের ম্যাচের গোলের মধ্য দিয়ে। তবে লিগে এর আগের তিন ম্যাচে একটি গোলও করতে পারেননি এই সাবেক পিএসজি ফরোয়ার্ড। তবে অবশেষে লা লিগায় গোলের দেখা পেলেন তিনি। 

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতে কিছুটা ছন্দহীন ছিল স্বাগতিকরা। প্রথমার্ধে দুয়েকটা সুযোগ তৈরি করলেও তা ছিল না কার্যকরী। এতে গোলশূন্য ব্যবধান নিয়েই বিরতিতে যায় দল দুটি। 

তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের মাত্রা বাড়ায় ভিনিসিয়ুস-রদ্রিগোরা। ৫০তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ এক সুযোগ পায় রিয়াল। তবে ভিনিসিয়ুসের নেওয়া দারুণ এক শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গা ঘেঁষে গিয়ে লাগে পোস্টে। তবে ফিরতি পেয়েও সেখানে কাজে লাগাতে পারেননি এমবাপে। 

অবশেষে ৬৭তম মিনিটে এসে ভাঙে ডেডলক। ফেদে ভালভার্দের পাস থেকে ছয় গজ বক্সের বাইরে বল পেয়ে বাঁ পায়ের দারুণ এক শটে জালের ঠিকানা খুঁজে নেন এমবাপে। পেয়ে যান লিগে প্রথম গোল এবং রিয়াল যায় এগিয়ে। এর মিনিট সাতেক পরেই পেনাল্টি থেকে আরও একটি গোল করে ব্যবধান ফিগুন করেন তিনি। 

এই জয়ে চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এলো রিয়াল। সমান ম্যাচে পুরো ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে আছে বার্সেলোনা।

সম্পর্কিত খবর