দিনের শুরুতেই তাসকিনের আঘাত
পিন্ডিতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষদিকে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নামে পাকিস্তান। তবে স্বস্তি নিয়ে স্বাগতিকদের দিন শেষ করতে দেননি হাসান মাহমুদ। ২ রানের ব্যবধানে নিয়েছিলেন জোড়া উইকেট। এতে ২ উইকেটে স্রেফ ৯ রানের সংগ্রহ নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। তবে চতুর্থ দিনের শুরুতে শান মাসুদকে নিয়ে থিতু হওয়ার পথেই এগোচ্ছিলেন সাইম আইয়ুব। তবে এই জুটিকে বেশিক্ষণ টিকতে দিলেন তাসকিন আহমেদ। এই ডানহাতি পেসার আঘাতে দিনের শুরুতেই উইকেট হারাল পাকিস্তান।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ ওভার শেষে শান মাসুদদের সংগ্রহ ৩ উইকেটে ৫০ রান। দলীয় ৪৭ রানের মাথায় শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাইম। এই ওপেনারের ব্যাটে এসেছে ২০ রান।
এর আগে তৃতীয় দিনের শেষদিকে এসে ২৬২ রানে থামে বাংলাদেশের ইনিংস। এতে ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে স্বাগতিকরা। ২৬ রানের ৬ উইকেটে হারিয়ে বসলেও মিরাজের ৭৮ এবং লিটনের ১৩৮ রানের দারুণ ইনিংসে চড়ে চ্যালেঞ্জিং সংগ্রহে পৌঁছে যায় সফরকারীরা।
পরে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই হাসান ফেরান ওপেনার আবদুল্লাহ শফিককে। আরও একবার ওপেনিংয়ে নেমে ব্যর্থ এই ডানহাতি ব্যাটার। আগের ইনিংসে ফিরেছিলেন শূন্য রানে। এদিকে নিজের পরের ওভারে নাইট ওয়াচম্যান হিসেবে নামা খুররম শেহজাদকে বোল্ড করে ফেরান হাসান। এতে বড় ধাক্কা নিয়েই তৃতীয় দিনের খেলা শেষ করে শান মাসুদের দল। এবার চতুর্থ দিনে কিছুটা থিতু হওয়ার আভাস দিলেও সফরকারীদের জন্য এবার উইকেটের ত্রাতা হয়ে ফেরেন তাসকিন।