রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিনেই ইতিহাসের সুবাস পাচ্ছে শান্তরা
রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভেস্তে গেছে বৃষ্টিতে। এতে কার্যত টেস্ট পরিণত হয়েছে চার দিনে। তবে পিন্ডি টেস্টের চতুর্থ দিনেই এসে ইতিহাসে সুবার পাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের, সেটিও আবার পাকিস্তানের মাঠেই।
দিনের শুরুতেই নাহিদ রানা ও তাসকিন আহমেদের পেস তোপে মধ্যাহ্ন বিরতির আগেই ৬ উইকেট হারিয়ে বসেছে পাকিস্তান। প্রথম সেশন শেষে ৩০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১১৭ রান। এতে ১২৯ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।
স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ উইকেটটা দলীয় সংগ্রহ ৮১ রানের মাথাতেই হারিয়ে বসেছে। তবে শুরুর সেই ব্যাটিং ধস সামলাতে এই মুহূর্তে লড়ছেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘা। কার্যত এই দু’জনেই ইনিংসের শেষ দুই মূল ব্যাটার।
রাওয়ালপিন্ডিতে ২ উইকেটের ৯ রানের সংগ্রহ নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। সেখানে শুরুর চাপ সামলে আরও একবার থিতু হওয়ার পথেই এগোচ্ছিল শান মাসুদরা। তবে দলীয় ৪৭ রানের মাথায় ওপেনার সাইম আইয়ুবকে ফেরান তাসকিন। এই বাঁহাতি ব্যাটার করেন ২০ রান। পরে ৩ রানের ব্যবধানে অধিনায়ক মাসুদ ও সাবেক অধিনায়ক বাবর আজমকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন নাহিদ। এ নিয়ে পাকিস্তান সফরে দুই টেস্টে বাবর দু'বার আউট করলেন এই তরুণ ডানহাতি পেসার।
এদিকে সাউদ শাকিলকেও টিকতে দেননি নাহিদ। দলীয় ৮১ রানের মাথায় এই ব্যাটারকে সাজঘরে ফেরানোর মধ্য দিয়ে নিজের টানা তিন ওভারেই নাহিদ তোলেন ৩ উইকেট।