শচীনের রেকর্ড ছুঁয়ে নিজেকে জন্মদিনের উপহার কোহলির
৩৫ পেরিয়ে ৩৬এ পা দিয়েছেন আজ। নিজের জন্মদিনটা বিরাট কোহলি কি দারুণভাবেই না পালন করলেন! সেঞ্চুরি করলেন। শুধু এখানেই শেষ নয়, এ সেঞ্চুরি তাকে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও ছুঁইয়ে দিল। তাও কার, কিংবদন্তি শচীন টেন্ডুলকারের! জন্মদিনের উপহারটা নিজেকে কি এর চেয়ে ভালোভাবে দিতে পারতেন কোহলি?
আজ কলকাতার ইডেন গার্ডেন্সে শুরুটা কোহলি করেছিলেন বেশ তেড়েফুঁড়ে। কিন্তু সময় যত গড়াল, কোহলি সংযত হলেন। তবে অবশেষে সেঞ্চুরিটা ধরা দিল তার হাতে। ইনিংসে নিজের ১১৯তম বলে তিনি মুখোমুখি হলেন কাগিসো রাবাদার, অফ স্টাম্পের বাইরের বলটা তিনি কভারে ঠেলে দিয়েই তুলে নেন সেঞ্চুরিটা।
এবারের বিশ্বকাপে সেঞ্চুরি এর আগেও পেয়েছেন কোহলি। তবে তার আগে পরে ৮০-৯০ এর ঘরে আউট হয়েছেন বারকয়েক। না হলে ৪৯তম সেঞ্চুরিটা ছোঁয়া হয়ে যেত আগেই। জন্মদিনেই শচীনের রেকর্ডটা ছোঁবেন বলেই কি অপেক্ষাটা বাড়িয়েছিলেন কোহলি?
একটা দিক থেকে শচীনকে ছাড়িয়েও গেছেন কোহলি। ৪৯টা সেঞ্চুরি করতে কোহলিকে অপেক্ষা করতে হয়েছিল ৪৫১ ম্যাচ। কোহলি সেটা করে ফেললেন ২৮৯তম ম্যাচে নেমেই।
তার সেঞ্চুরিতে ভর করে ভারতও বড় পুঁজিই পেয়ে গেছে। ৫ উইকেট খুইয়ে তুলেছে ৩২৬ রান।