জাকিরের দারুণ শুরুর পর চা বিরতিতে বাংলাদেশ

জাকিরের দারুণ শুরুর পর চা বিরতিতে বাংলাদেশ

ইতিহাস গড়ার জন্য বাংলাদেশ লক্ষ্যটা পেয়েছে ১৮৫ রানের। লক্ষ্যটা সাধারণের কাতারের থাকলেও চতুর্থ ইনিংস সাপক্ষে একদম মামুলিও বলা যায় না। তবে জাকির যেভাবে শুরু করেছেন তাতে বলা যায়, লক্ষ্যটা এই তো কাছেই। টেস্টে জাকিরের শুরুটা পুরো টি-টোয়েন্টি ছন্দে। চা বিরতিতে যাওয়ার আগে ৬ ওভারে বিনা উইকেটে বাংলাদেশে সংগ্রহ ৩৭ রান। ইকোনমি ৬- এর ওপরে এবং জাকির ২১ বলে অপরাজিত রয়েছেন ২৭ রান।

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আরও ১৪৮ রান। হাতে উইকেট আছে পুরো ১০টি, সময় এখনো চার সেশন।

এর আগে হাসান ও নাহিদের পেস নৈপুণ্যে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। সেখানে প্রথমবারের মতো ফাইফার পেয়েছেন হাসান, চার উইকেট নিয়েছেন নাহিদ এবং বাকি একটি তাসকিনের। এতেই প্রথমবারের মতো টেস্টের এক ইনিংসে বিপক্ষ দলের পুরো ১০ উইকেট তুললেন বাংলাদেশি পেসাররা। 

প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ২৭৪ রানের। সেখানেও ফাইফার পেয়েছিলেন আরেক বাংলাদেশি বোলার, মেহেদী হাসান মিরাজ। পরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় বিপর্যয়ে পড়েছিল সফরকারীরা। ২৬ রানেই হারিয়ে বসেছিল ৬ উইকেট। সেখান থেকে মিরাজের ৭৮ এবং লিটন দাসের ১৩৮ রানের ইনিংসে চড়ে ২৬২ রানের সংগ্রহ পায় নাজমুল হোসেন শান্তর দল। 

তবে দ্বিতীয় ইনিংসে এসে ব্যাটিংয়ে শুরু থেকেই সাবলীল জাকির-সাদমানরা। জাকির কিছুটা আক্রমণাত্মক খেললেও অপরপ্রান্তে ধীরস্থির গতিতে এগোচ্ছেন সাদমান। 

 

সম্পর্কিত খবর