রেকর্ডের খাতায় হাসান মাহমুদের নাম
রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্সটাই দেখালেন হাসান মাহমুদ। গতকাল (রবিবার) শেষ বিকেলেই দুই উইকেট তুলে নিয়েছিলেন এই টাইগার পেসার। আজ চতুর্থ দিনে শিকার করলেন আরও তিন উইকেট।
দ্বিতীয় ইনিংসে একটি রেকর্ডও গড়েছেন ২৪ বছর বয়সী এই টাইগার পেসার। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে পাকিস্তানের মাটিতে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়লেন তিনি। এর আগে কোনো বাংলাদেশি পেসার পাকিস্তানের মাটিতে এক ইনিংসে ফাইফার নিতে পারেননি।
বোলিংয়ের পাশাপাশি প্রথম ইনিংসে ব্যাট হাতেও দারুণ ছিলেন হাসান। ইনিংসের শেষ পর্যন্ত ১৩ রানে অপরাজিত ছিলেন তিনি। ৫১ বলে ১৩ রান কম হলেও ম্যাচের সেই পরিস্থিতিতে যদি তিনি উইকেট ধরে রেখে না খেলতেন, তাহলে লিটন দাসের সেঞ্চুরিও শঙ্কার মুখে পড়ে যেত। তার সঙ্গ পেয়েই ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলতে পেরেছেন লিটন।
হাসান মাহমুদের টেস্ট ক্যারিয়ারটা মাত্র শুরুই বলা যায়। চলতি ম্যাচসহ তিনি খেলেছেন মোট তিনটি টেস্ট। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে আজ পাঁচ উইকেট শিকারের পর লাল বলের ক্রিকেটে তার মোট উইকেট সংখ্যা হলো ১৪টি।
এছাড়াও রাওয়ালপিন্ডির এই দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে টাইগার পেসাররা আরও এক কীর্তি গড়েছেন। এবারই প্রথম কোনো একটি ইনিংসের সবকটি উইকেট শিকার করেছেন পেসাররা। হাসান মাহমুদ পাঁচটি, নাহিদ রানা চারটি এবং তাসকিন আহমেদ তুলে নিয়েছেন একটি উইকেট।