সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন করার আহ্বান ক্রীড়া উপদেষ্টার

  • নিউজরুম এডিটর
  • ০৮:৩৭ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২৪

দেশে সর্বস্তরে দেখা যাচ্ছে পরিবর্তনের জোয়ার। একই ধারায় সংস্কার করা হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনও। ক্রিকেট বোর্ডে একাধিক পরিবর্তনের পর এবার ফুটবলসহ অন্যান্য ক্রীড়াতেও পরিবর্তনের দাবি উঠেছে। এরই পথ ধরে আজ (সোমবার) জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ক্রীড়া উপদেষ্টার কাছে দেশের ক্রীড়াঙ্গনের একাধিক অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করেছেন সাংবাদিকরা। এই সভায় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন মিডিয়ার ক্রীড়া বিভাগের প্রধান, যুগ্ম ক্রীড়া সম্পাদক ,দেশের শীর্ষ ক্রীড়া সাংবাদিকরাও। তারাও তাদের বিভিন্ন মতামত তুলে ধরেছেন।

প্রতিটি ফেডারেশন সংস্কারের পাশাপাশি দেশের জাতীয় ক্রীড়া পরিষদের অনিয়ম-অসংগতি নিয়ে তদন্তের দাবি উঠেছে আজ। জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়ার সংস্থা হলেও এখানে ক্রীড়া শাখাই সবচেয়ে অবহেলিত। এটি সংস্কারের ও পূণর্গঠনের বিষয়ে আলাপ হয়েছে আজকের এই সভায়।

এই আলোচনায় আরও উঠে এসেছে ক্রীড়াঙ্গনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের গুরুত্বের কথাও। ক্রীড়াঙ্গনে এদের অনেক অবদান থাকলেও তাদের নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। তাদের জন্য আলাদা পরিকল্পনা থাকলে ক্রীড়াঙ্গনে আরও অনেক সাফল্য বয়ে আনা সম্ভব।

সাংবাদিকদের মতামত ও সকল ধরণের অভিযোগ শুনে সবার শেষে বক্তব্য রেখেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘আপনাদের গঠনমূলক মন্তব্য আমরা পর্যালোচনা করব। ক্রীড়াঙ্গনে আপনারা দীর্ঘদিন ধরেই রয়েছেন। আপনাদের পর্যবেক্ষণকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি। এজন্য সার্চ কমিটিতে দুই জন এবং জেলা পর্যায়েও ক্রীড়া সাংবাদিক প্রতিনিধি রেখেছি। সার্চ কমিটি ফেডারেশনগুলো পর্যালোচনা করে আমাদের প্রতিবেদন দেবে। আমরা এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

এছাড়াও এই সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্থিক লেনদেনের অসঙ্গতি, দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অবদান, ক্রীড়া পরিষদের আয়ের অন্যতম উৎস স্টেডিয়ামের দোকানের পর্যবেক্ষণসহ আরও বিষয়ে আলাপ-আলোচনা ও বিভিন্ন প্রস্তাবনা জারি করা হয়েছে।

ক্রীড়া সাংবাদিকদের ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করার আহ্বানও জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা, ‘আপনারা ইতোপূর্বে অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। আশা করি সামনেও করবেন। শুধু খেলোয়াড় কি করলেন, কি খেলেন এর বাইরেও খেলার অনিয়ম-অসঙ্গতি অনুসন্ধান প্রতিবেদনের মাধ্যমে তুলে আনবেন। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’

সাংবাদিকতার ক্ষেত্রে আরও যত্নশীল ও সতর্ক হতে নির্দেশ দিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘দর্শক হিসেবে আগে দেখেছি থাম্বনেল ও শিরোনাম এক রকম আর কন্টেন্ট অন্যরকম। অনেক প্রতিবেদন দেখেছি অনুমান নির্ভর। যা খেলার আগে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ তৈরি করে।’

ক্রীড়া উন্নয়নের আগে ক্রীড়াক্ষেত্রের পরিবেশ নিশ্চিত করার প্রশ্ন উঠলে উপদেষ্টা জানান, তিনি নিজেও বাইরের কোনো মানুষ নন। এই সমাজেরই একজন তিনি। স্টেডিয়াম এলাকায় এর আগেও অনেক গিয়েছেন এবং এখনও যাওয়া-আসা আছে। আকস্মিক পরিদর্শন করতে পছন্দ করেন আসিফ। এতে ক্রীড়াঙ্গনের প্রকৃত অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

খেলার দুনিয়া | ফলো করুন :