শান্তর পর ফেরত গেলেন মুমিনুলও
দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান সাজঘরে ফেরার পর দলের হাল ধরেছিলে অধিনায়ক শান্ত ও মুমিনুল হক জুটি। ক্যাচ তুলে দিয়ে শান্ত ফেরত যাওয়ার পর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রেখেছিলেন মুমিনুল। এবার তিনিও ক্যাচ তুলে দিয়ে আউট হলেন।
অধিনায়ক নাজমুল শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হকের ব্যাটে ভর করে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। দলীয় ১২২ রানে দুই উইকেট হারিয়ে মধ্যহ্ন বিরতি থেকে ফিরেছিল সফরকারীরা।
দুই ওপেনারকে হারানোর চাপটা বেশ ভালোভাবেই সামাল দেওয়া শান্ত-মুমিনুল জুটি দেখেশুনেই এগোচ্ছিলেন। কিন্তু আঘা সালমানের ওভারে মিড অফে আলতো করে ক্যাচ তুলে দেন অধিনায়ক শান্ত। মুশফিককে নিয়ে এরপর মুমিনুল হাল ধরে। তবে বেশিক্ষণ থিতু হতে পারলেন না। আবরার আহমেদের ওভারে সাজঘরে ফেরত গেলেন তিনি।
অভিজ্ঞ দুই ব্যাটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম এখন ক্রিজে আছেন। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ২৮ রান। এরপরই ইতিহাসের পাতায় নাম লেখাবে টাইগাররা।