ইংল্যান্ডকে টপকে ফাইনালের হাতছানি বাংলাদেশের সামনে

ইংল্যান্ডকে টপকে ফাইনালের হাতছানি বাংলাদেশের সামনে

বাংলাদেশ ক্রিকেটের ‘অ্যাকিলিস হিল’ টেস্ট ক্রিকেট। সেই ফরম্যাটই কি-না এখন প্রথম বারের মতো কোনো আইসিসির মেজর শিরোপার ফাইনালে খেলার স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে! আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সামনে ফাইনালে খেলার সুবর্ণ সুযোগই এসে দাঁড়িয়েছে। 

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগেও বাংলাদেশের সামনে এমন কিছুর ভাবনা ছিল কষ্টকল্পনা। এর আগে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে মোটে একটা জয় নিয়ে এই সিরিজে এসেছিল বাংলাদেশ। সেটা নিউজিল্যান্ডের বিপক্ষে, ঘরের মাঠে।

তবে পাকিস্তানের মাটিতে দুই টেস্ট বাংলাদেশের বাস্তবতাটাই বদলে দিয়েছে। দুই ম্যাচ থেকে ২১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ, যার ফলে দলটা এখন নিজেদের খেলা পয়েন্টের ৪৫.৮৩ ভাগই জিতেছে। এই শতকরা হার নিয়ে দলটা চলে এসেছে পয়েন্ট তালিকার চতুর্থ অবস্থানে। পেছনে ফেলেছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলকে। 

অথচ সিরিজ শুরুর আগেও বাংলাদেশ ছিল নিচের দিকে থাকা তিন দলের একটি। সেই অবস্থান থেকে এখন বাংলাদেশ পৌঁছে গেছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। দলের সামনে এখন আছে অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ড, যারা শেষ দুই আসরের ফাইনালিস্ট। 

শীর্ষে থাকা ভারত জিতেছে ৬৮.৫২ পয়েন্ট। দুইয়ে থাকা অস্ট্রেলিয়া জিতেছে ৬২.৫০ পয়েন্ট। আর বাংলাদেশের ঠিক ওপরে থাকা নিউজিল্যান্ড জিতেছে তাদের সম্ভাব্য ৫০ শতাংশ পয়েন্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে বাংলাদেশকে নিদেনপক্ষে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলতে হবে।

সেটা করার জন্য বাংলাদেশ পাচ্ছে তিনটি সিরিজে ছয়টি ম্যাচ। ভারতের বিপক্ষে চলতি মাসে দুটো ম্যাচ, এরপর দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দেবে বাংলাদেশ। বছরের শেষ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ। এই দুই সিরিজেও থাকবে দুটি করে টেস্ট। এই ছয় টেস্টের ৫টিতে জিতলে তবেই শীর্ষ দুইয়ে থাকতে পারবে বাংলাদেশ। 

সেটা যে অসম্ভব কিছু নয়, সেটা বোঝা গেল ধারাভাষ্যকার আতহার আলী খানের কণ্ঠে। তিনি মনে করেন সবচেয়ে কঠিন পরীক্ষাটা এবার নেবে ভারত। তবে সেটা উতরে যাওয়ার অভিপ্রায়টা নিয়েই নামা উচিৎ, জানালেন তিনি। তার কথা, ‘পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যা করেছে, আগে কখনও এমন কিছু করতে পারেনি। এখন ভারতের মাটিতেও একই মনোভাব নিয়ে নামা উচিত বাংলাদেশের। ভাবতে হবে, ওখানে পারলে এখানে কেন নয়?’

সম্পর্কিত খবর