এক নজরে টেস্টে বাংলাদেশের যত সিরিজ জয়

এক নজরে টেস্টে বাংলাদেশের যত সিরিজ জয়

আজ মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে দলটা এবং পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক প্রথম সিরিজ জয়ের দেখা পেয়ে গেছে বাংলাদেশ।

এই সিরিজ জয়ের পর বাংলাদেশের সিরিজ জয়ের সংখ্যাটা উন্নীত হয়েছে ৯ এ। তবে দুই বা তার চেয়ে বেশি ম্যাচের সিরিজে এটা বাংলাদেশের ষষ্ঠ জয়। 

এক নজরে বাংলাদেশের জেতা সব সিরিজ–
২০০৫– প্রতিপক্ষ জিম্বাবুয়ে– ১-০ – হোম
২০০৯– প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ– ২-০ – অ্যাওয়ে
২০১৪– প্রতিপক্ষ জিম্বাবুয়ে– ৩-০ – হোম
২০১৮– প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ– ২-০ – হোম
২০২০– প্রতিপক্ষ জিম্বাবুয়ে– ১-০ – হোম
২০২১– প্রতিপক্ষ জিম্বাবুয়ে– ১-০ – অ্যাওয়ে
২০২৩– প্রতিপক্ষ আয়ারল্যান্ড– ১-০ – হোম
২০২৩– প্রতিপক্ষ আফগানিস্তান– ১-০ – হোম
২০২৪– প্রতিপক্ষ পাকিস্তান– ২-০ – অ্যাওয়ে

সম্পর্কিত খবর