এবার শান্তর চোখ ভারত সিরিজে
পাকিস্তান সফর শেষ। ২-০ ব্যবধানে সিরিজ জিতে যেখানে ইতিহাস গড়ে ফেলেছে বাংলাদেশ। এবার লাল সবুজের প্রতিনিধিদের পরবর্তী অ্যাসাইনমেন্ট ভারত সফর।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, পাকিস্তানের এই ইতিহাসগড়া সিরিজটা ভারত সফরে অনুপ্রেরণা যোগাবে। তার আশা, সে সফরে রাওয়ালপিন্ডির চেয়েও ভালো পারফর্ম্যান্স উপহার দেবে তার দল।
তিনি বলেন, ‘পরের সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ। এই সিরিজটা আমাদের বেশ আত্মবিশ্বাস দেবে।’
পাকিস্তান সিরিজে সবাই পারফর্ম করেছেন দলের প্রয়োজনের সময়ে। এবার শান্তর চাওয়া আরও বেশি।
তিনি বললেন, ‘মুশি ভাই, সাকিব ভাই, লিটন, মুমিনুল সবাই অভিজ্ঞ খেলোয়াড়, অনেক খেলেছে। তারা তাদের অভিজ্ঞতাটা এই সিরিজে মেলে ধরেছে। আমি আশা করব ভারত সিরিজে আরও ভালো করবে, আরও ভালো পারফর্ম করবে।’
ভারতের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২৭ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। এই দুই ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর তিনটি টি-টোয়েন্টির সিরিজ খেলবে দুই দল।