কোথায় হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, জানাল আইসিসি

কোথায় হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, জানাল আইসিসি

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর চলছে। এই চক্র শেষে আগামী বছরের মাঝামাঝিতে হবে এর ফাইনাল। সেই ফাইনালটা কোথায় হবে সেটা নিশ্চিত ছিল না এতদিন। তবে গতকাল ফাইনালের ভেন্যুর নাম প্রকাশ করেছে আইসিসি। 

প্রথম আসরের ফাইনালটা হয়েছিল সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে। পরেরবারের ফাইনালও হয়েছে ইংল্যান্ডেই। লন্ডনের দ্য ওভালে হয়েছিল গেল আসরের ফাইনাল। এবারের ফাইনালও ইংল্যান্ড থেকে সরছে না। এবার প্রথমবারের মতো ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস স্টেডিয়ামে হবে এই ফাইনাল। 

এর সঙ্গে ফাইনালের তারিখও জানিয়ে দিয়েছে আইসিসি। আগামী বছরের ১১ জুন শুরু হবে এই ফাইনাল। আর ১৬ জুন দিনটাকে রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে। 

এই প্রতিযোগিতার দুই ফাইনালেই খেলেছে ভারত। এবারও তারা আছে প্রতিযোগিতার টেবিলের শীর্ষে। দুইয়ে আছে অস্ট্রেলিয়া, এরপর তিনে আছে নিউজিল্যান্ড। পরের অবস্থানটা বাংলাদেশের। তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাজমুল হোসেন শান্তদের দলের খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আদৌ।

সম্পর্কিত খবর