এবার ইংল্যান্ডের ওয়ানডেতেও ‘বাজবল’
‘বাজবল’ শেষ দুই বছরে টেস্ট ব্যাটিংয়ের ধরনটাই বদলে দিয়েছে। আর এই বদলে যাওয়ার নেপথ্যে আছেন ব্রেন্ডন ম্যাককালাম। তিনি ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হয়ে আসার পর থেকেই এই বদলে যাওয়ার শুরু হয়েছিল।
এবার সেই ম্যাককালামকে সাদা বলের কোচও করেছে ফেলেছে ইংলিশরা। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
ইংল্যান্ডের সাদা বলের দায়িত্বে ছিলেন ম্যাথিউ মট। তবে টানা দুই ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে তিনি তার দায়িত্ব ছাড়েন। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব যায় কোচ মার্কাস ট্রেসকোথিকের কাছে।
তবে পূর্ণ মেয়াদে দায়িত্বটা পেলেন ম্যাককালামই। তার দায়িত্বটা শুরু হবে আগামী জানুয়ারি থেকে। ইংল্যান্ডের ভারত সফর থেকে শুরু, এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তার প্রথম দিককার অ্যাসাইনমেন্ট।
এ বিষয়ে ইংল্যান্ড ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেন, ‘ব্রেন্ডন ইংল্যান্ডের দুটো ভূমিকাতেই কাজ করতে সম্মত হয়েছে, এতে আমি যারপরনাই আনন্দিত হয়েছি। আমি বিশ্বাস করি আমরা অতিমাত্রায় ভাগ্যবান, কারণ এই ধরনের গুণসম্পন্ন একজন কোচ আমাদের ইংল্যান্ড ক্রিকেটের হয়ে কাজ করতে পুরোপুরি সম্মত হয়েছেন।’