নিজের সাফল্যের রহস্য জানালেন মিরাজ
পাকিস্তানের মাটিতে অবিস্মরণীয় এক সিরিজ শেষ করল বাংলাদেশ। টেস্ট ক্রিকেট তো বটেই, গোটা ক্রিকেট ইতিহাসে এত বড় সাফল্য আর কখনও এসেছে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে।
ব্যাটে বলে ফিল্ডিংয়ে দারুণ পারফর্ম করে এই সিরিজের সেরা খেলোয়াড় বনে গেছেন মেহেদি হাসান মিরাজ। ক্যারিয়ারের অভিষেক সিরিজে সেরা খেলোয়াড় বনেছিলেন তিনি। এবার পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের প্রধান কুশীলব বনে গেলেন তিনি।
এরপর ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন নিজের সাফল্যের রহস্য। বললেন, ‘সত্যি বলতে কি, আলহামদুলিল্লাহ; আমি চেষ্টা করি, আল্লাহ আমাকে সাহায্য করেন। যদি একজন মানুষ কোনো কিছু চেষ্টা করে, আর এর জন্য কঠোর পরিশ্রম করে, তাহলে সে সাফল্য পাবেই।’
এই সিরিজের জন্য তার কঠোর পরিশ্রমটা দৃশ্যমান ছিল আগে থেকেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি দলে জায়গা পাননি। সে সময় থেকেই পাকিস্তান সিরিজকে সামনে রেখে পরিশ্রম শুরু করেন তিনি। যার ফলটা পেলেন অবশেষে।
সিরিজ সেরার খেতাব এবারই প্রথম নয়। তবে দুই সিরিজ সেরার পুরস্কারের মধ্যে কোনটা স্পেশাল, সে বিষয়ে তিনি খানিকটা দ্বিধান্বিত। বললেন, ‘দুইটা সিরিজ সেরার কথা বললেন আপনি। দুটোই আমার জীবনের অনেক বড় মুহূর্ত। একটাকে আলাদা করতে পারব না, দুটোই অনেক বড় সাফল্য। ইংল্যান্ডের বিপক্ষে আমার অভিষেক সিরিজ ছিল, তাঁদেরকে প্রথম বারের মতো হারিয়েছিলাম। আর এটা প্রতিপক্ষের মাটিতে প্রথম সিরিজ সেরার পুরস্কার। এখানে ব্যাট আর বল হাতে অবদান রাখতে পারব, সেটা কল্পনাও করিনি। তো দুটোই আমার জন্য বেশ স্পেশাল।’