রাতে দেশে ফিরছেন শান্তরা, সাকিব যাবেন কোথায়?

রাতে দেশে ফিরছেন শান্তরা, সাকিব যাবেন কোথায়?

পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। সে সফর শেষ করে আজ রাতে বাংলাদেশের মাটিতে পা রাখবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। 

সফর শেষ করে গত রাতেই পাকিস্তান ছেড়েছে বাংলাদেশ দল। টাইগাররা দুটো দলে ভাগ হয়ে ফিরবে ঢাকায়। প্রথম ভাগ ঢাকায় পা রাখবে আজ রাত ১১টা ৩০ মিনিটে, এই ভাগ দুবাই হয়ে ঢাকায় ফিরবে। ওদিকে দ্বিতীয় ভাগের ফিরতে দেরি হবে আড়াই ঘণ্টা। বৃহস্পতিবার রাত ২টায় ফিরবে এই দল। তাদের বিমান কাতার হয়ে ঢাকায় আসবে। 

সাকিব আল হাসান বাদে ১৬ সদস্যের সবাই ফিরে আসবেন দেশে। কোচিং স্টাফদেরও অনেকে ফিরবেন ঢাকায়। 

এদিকে সাকিব চলে যাবেন ইংল্যান্ডে। সেখানে সারের হয়ে মিডলসেক্সের বিরুদ্ধে খেলবেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ম্যাচটা শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। 

ওদিকে দলের বাকি সদস্যরা দেশে ফিরেও দম ফেলার ফুরসত পাচ্ছেন না। আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলের ভারত সফরের ক্যাম্প।

১৫ সেপ্টেম্বর বাংলাদেশ দলের সবাই ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন। একই দিনে সাকিব ভারতে দলের সঙ্গে যোগ দেবেন। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। 

পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস নিউজিল্যান্ডে গেছেন তার পরিবারের সঙ্গে দেখা করতে। ওদিকে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কিয়েলিও ছোট ছুটিয় নিয়েছেন।

সম্পর্কিত খবর