বাংলাদেশের কাছে হেরে জাতির কাছে ক্ষমা চাইলেন শান মাসুদ 

বাংলাদেশের কাছে হেরে জাতির কাছে ক্ষমা চাইলেন শান মাসুদ 

বাংলাদেশের কাছে নিজেদের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর সংবাদ সম্মেলনে কিছুটা তোপের মুখেই পড়তে হতো পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। শেষ পর্যন্ত নানান প্রসঙ্গ, দলের পারফর্মের দুরাবস্থা টেনে একাধিক কড়া প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে। একটা প্রশ্ন তো এরকম এসেছিল, ‘বাংলাদেশের মতো এই ধরণের দলের কাছে এমন হার।’ পাকিস্তান অধিনায়ক অবশ্য তার উত্তরে স্পষ্ট করে দিয়েছেন যে, তারা বাংলাদেশকে মোটেও হালকাভাবে নেননি এবং ঘরের মাটিতে এমন হতাশার হারের জন্য জাতির কাছে ক্ষমাও চেয়েছেন শান মাসুদ। 

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টেও ৬ উইকেটে হেরে যায় স্বাগতিকরা। এতেই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে কোনো টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ, সেটিও আবার ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশের মধ্যে দিয়ে। 

এমন কিছুর পর সংবাদ সম্মেলনে ম্যাচ হারের দায় অনায়াসে নিলেন পাকিস্তান অধিনায়ক। সেই প্রসঙ্গ টেনে মাসুদ বলেন, ‘আগের টেস্টের পরও বলেছিলাম, যখন হারব, ভুল হবে, সেটার দায় নেব। জাতির কাছে ক্ষমা প্রার্থনা করছি। আগের ম্যাচের পরও এটা বলেছিলাম, এখনও বলছি। আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত, কীভাবে দেশের ক্রিকেটের আরও ভালোর জন্য কাজ করতে পারি। যখন ভালো খেলব না, নিজে থেকেই হাত উঁচু করে বলব যে, ভালো করতে পারিনি।’

বাংলাদেশের মতো দলের প্রসঙ্গটা এসেছিল আরও আগেই। তবে প্রতিপক্ষকে এমন তকমা দেননি শান মাসুদ। ‘আমরা এমন বলতে পারি না যে, এই ধরনের প্রতিপক্ষ। সব প্রতিপক্ষকেই সম্মান করা উচিত। বাংলাদেশের একটা বড় গুণ ছিল, দুই টেস্ট ম্যাচেই আমাদের চেয়ে বেশি শৃঙ্খলা ছিল ওদের।’

টেস্ট ক্রিকেটে নিজেদের মেলে ধরতে আরও বেশি অভিজ্ঞতার প্রয়োজন। এবং এমন কিছু বলতে বাংলাদেশের অভিজ্ঞ মুশফিকুর রহিম, সাকিব আল হাসানদের উদাহরণ টেনে আনেন পাকিস্তান অধিনায়ক। ‘ওদের দু'জন ক্রিকেটার আছে, যারা ৭০-৮০টি টেস্ট খেলেছে (মুশফিক ও সাকিব )। এছাড়াও লিটন ও মেহেদি ৪০টির বেশি টেস্ট খেলেছে। আমাদেরও লাল বলের ক্রিকেটে এমন অভিজ্ঞতা প্রয়োজন...টেস্টে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণ। এখানে অভিজ্ঞতার বিকল্প নেই।’

সম্পর্কিত খবর