রাজস্থানের কোচ হচ্ছেন দ্রাবিড়

রাজস্থানের কোচ হচ্ছেন দ্রাবিড়

ভারতের কোচের পদটা গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই ছেড়ে দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। তবে কোচিং যে ছাড়ছেন না, বিষয়টা নিশ্চিত ছিল। সেই দ্রাবিড় এবার ফিরছেন আইপিএলে। আরও একবার রাজস্থান রয়্যালসের হেড কোচ হয়ে ফিরছেন তিনি।

ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি সই করে ফেলেছেন তিনি। কোন কোন খেলোয়াড়কে রাখবেন, মেগা নিলামের আগে সে বিষয়েও কথা সেরে ফেলেছেন দ্রাবিড়। 

তিনি এর আগেও অবশ্য রাজস্থানের সঙ্গে কাজ করেছেন। ২০১২ ও ২০১৩ সালে দলটির অধিনায়ক ছিলেন দ্রাবিড়। পরের দুই মৌসুমে টিম ডিরেক্টর ও মেন্টরের পদে ছিলেন তিনি। এরপর দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে কাজ করেছেন তিনি। 

২০১৯ সালে সাবেক ভারতীয় অধিনায়ক বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান হন। ২০২১ সালে তিনি ভারতীয় দলের কোচ হয়ে আসেন তিনি। এরপর গেল জুনে ১১ বছরের খরা কাটায় ভারত, সেটা তার অধীনে। এরপরই তিনি কোচের পদটা ছাড়েন, চুক্তি শেষে আর তা নবায়ন করেননি। 

দ্রাবিড়ের সহকারী হিসেবে ভারতীয় দলে কাজ করেছেন ব্যাটিং কোচ বিক্রম রাথোড়। এবার তাকে দ্রাবিড়ের সহকারী হিসেবে নিতে পারে রাজস্থান রয়্যালসও। রাথোড় এর আগে ভারতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন, এরপর তিনি এনসিএতে দ্রাবিড়ের কোচিং স্টাফে যোগ দেন। তবে শিগগিরই ভারতীয় দলের ব্যাটিং কোচের ডাক পেলে এনসিএর সে দায়িত্ব ছাড়েন তিনি। 

তবে দ্রাবিড়ের আসার ফলে রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট সাঙ্গাকারার পদে কোনো সমস্যা হবে না। তিনি এসএ টি-টোয়েন্টি ও সিপিএলে রয়্যালসের দলগুলোর দেখভাল করবেন। 

সম্পর্কিত খবর