সিরিজ জিতে মেসি-সূর্যকুমারদের মনে করালেন শান্ত
সবশেষ দুই সপ্তাহ নিশ্চিতভাবেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম। পাকিস্তান সফরের প্রথম টেস্টেই বাংলাদেশ জেতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। যা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। পরে দ্বিতীয় টেস্টও ৬ উইকেটে জিতে যায় শান্তরা। এতেই এবার গড়ে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস, সেটিও আবার ২-০ ব্যবধানের হোয়াইটওয়াশের মধ্যে দিয়ে।
এমন সিরিজকে তো আপনিও স্মৃতির পাতায় আটকে রাখতে চাইবেন। ফেসবুকে পোস্টে মাধ্যমে বা আপনার ব্যক্তিগত ডাইরিতে কোনো গল্পের ছলে। এমনকিছুই স্বাভাবিকভাবে চেয়েছেন নাজমুল হোসেন শান্তও। তার স্বল্প সময়ের নেতৃত্বের ক্যারিয়ারে প্রথম টেস্ট সিরিজ জয়, প্রথম টেস্ট সিরিজ শিরোপা। সেই ট্রফি নিয়ে হোটেলের বিছানায় শুয়ে ছবি তুলে ফেসবুক পোস্টে শান্ত লিখেছেন, ‘শুভ সকাল।’ আগের দিনে এমন ঐতিহাসিক মুহূর্ত অর্জনের রাতের পরের সকালটা এমন শুভ্রতারই প্রাপ্য।
তবে শান্তর এমন উদযাপন আপনাকে কি কিছু মনে করিয়ে দিচ্ছে না? হ্যাঁ, অবশ্যই। ২০২২ কাতার বিশ্বকাপের ট্রফি নিয়ে মেসি এমন উদযাপন যে বিশ্বজুড়ে এখনো ভাইরাল। যেই ট্রফির জন্য পুরো ক্যারিয়ারজুড়ে অপেক্ষা করেছেন মেসি, সেটি যেন তিনি ঘুমাতে গিয়েও হাতাছাড়া করতে চাননি। সেই থেকেই এটি যেন শিরোপা উদযাপনের ট্রেডমার্কে পরিণত হয়েছে।
শিরোপা নিয়ে এমন উদযাপন সীমাবদ্ধ থাকেনি ফুটবলেই। চলতি বছরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বিছানার স্ত্রীর সঙ্গে ট্রফি নিয়ে এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সূর্যকুমার যাদবও। যার এক ক্যাচেই অনেকটা হারের মুখ থেকে শিরোপা এনে দেয় ভারতকে। এমন মুহূর্তের উদযাপন যেন এভাবেই মানায়।
আবার এইতো কিছুদিন আগেই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ট্রফি নিয়ে এমন ছবি পোস্ট করেছিলেন মিরাজুল ইসলামও। এই তরুণ ফরোয়ার্ড ফাইনালে করেছিলেন জোড়া গোল। তাতেই স্বাগতিক নেপালকে উড়িয়ে প্রথম শিরোপা জেতে বাংলাদেশ।