ম্যাচ জেতানো ইনিংস খেলে ক্যারিয়ারসেরা অবস্থানে লিটন

ম্যাচ জেতানো ইনিংস খেলে ক্যারিয়ারসেরা অবস্থানে লিটন

ছয় উইকেটের জয় তুলে নিয়ে রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক এক সিরিজ জয় পেয়ে গেছে বাংলাদেশ, পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে খাদের কিনার থেকে তুলে এনে এই জয়ে বড় অবদান রেখেছেন লিটন দাস।

সঙ্গে মেহেদি হাসান মিরাজ ব্যাট ও বল হাতে পারফর্ম করেছেন। যার ছাপ পড়েছে এবারের আইসিসি র‍্যাঙ্কিংয়ে। দুজনেরই র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তবে লিটনের উন্নতিটা হয়েছে বেশি। চলে এসেছেন ক্যারিয়ারসেরা অবস্থানে।

২৬ রানে ৬ উইকেট খুইয়ে প্রথম ইনিংসে বাংলাদেশ খাদের কিনারে চলে গিয়েছিল। তবে দারুণ এক সেঞ্চুরি করে দলকে খাদের কিনার থেকে সাম্যাবস্থায় নিয়ে গিয়েছিলেন লিটন দাস। ১৩৮ রানের ইনিংসে তাকে লড়তে হয়েছে টেল এন্ডার হাসান মাহমুদকে সঙ্গে নিয়েও।

এমন এক সেঞ্চুরির পর লিটন দাস আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফই দিয়েছেন। বর্তমানে তিনি আছেন ১৫তম অবস্থানে। ক্যারিয়ারে এর চেয়ে ভালো অবস্থানে আর আসতে পারেননি তিনি।

মিরাজও এই টেস্টে বেশ পারফর্ম করেছেন। ব্যাট হাতে ৭৮ রানের ইনিংস তাকে ৭৫তম অবস্থানে নিয়ে এসেছে। তার আগে প্রথম ইনিংসে ৬১ রানে তুলে নিয়েছিলেন ৫ উইকেট। সেই বোলিং তাকে ২৩ থেকে ২২তম অবস্থানে নিয়ে এসেছে। এদিকে ব্যাটে বলে পাল্লা দিয়ে পারফর্ম করে মিরাজ উঠে এসেছেন অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ৭ম অবস্থানে।

সম্পর্কিত খবর