বাংলাদেশের কাছে হেরে টেস্ট র‍্যাঙ্কিংয়ে লজ্জার ইতিহাস পাকিস্তানের 

বাংলাদেশের কাছে হেরে টেস্ট র‍্যাঙ্কিংয়ে লজ্জার ইতিহাস পাকিস্তানের 

গেল বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। এর আট মাস পর ঘরের মাটিতে এবার বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হলো মাসুদ-বাবরদের। ২-০ ব্যবধানে সেই সিরিজ হারের হতাশার পর এবার র‍্যাঙ্কিংয়ের লজ্জার ইতিহাসে সম্মুখীন হতে হলো পাকিস্তানকে। 

বাংলাদেশের কাছে হেরে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে আটে নেমে গেছে পাকিস্তান, যা তাদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্থান। র‍্যাঙ্কিংয়ে আটে থাকা মাসুদ-বাবরদের রেটিং পয়েন্ট ৭৬। ১৯৬৫ সালে টেস্ট র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নেওয়ার পর এটিই তাদের সর্বনিম্ন পয়েন্ট। 

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে স্বাগতিকরা ছিল র‍্যাঙ্কিংয়ের ছয়ে। তবে পাকিস্তান আটে নেমে যাওয়ায় একধাপ করে এগিয়ে ছয় ও সাতে আছে যথাক্রমে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। 

১২৪ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অস্ট্রেলিয়ার। চার পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে ভারত। শীর্ষ পাঁচের বাকি তিন জায়গা যথাক্রমে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের। 

এদিকে বাংলাদেশ আগের মতো নয়ে থাকলেও রেটিং পয়েন্টে বেশ উন্নতি হয়েছে শান্তদের। বর্তমানে তাদের পয়েন্ট ৬৬, সিরিজ শুরুর আগে যেটি ছিল ৫৩। 

পাকিস্তান শুধু টেস্ট র‍্যাঙ্কিংয়েও নয়, বড় অবনতি ঘটিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের পয়েন্ট টেবিলেও। সেখানেও পাকিস্তানের অবস্থান আটে। এই চক্রে এখন পর্যন্ত ৭ টেস্ট তাদের জয় কেবল দুই ম্যাচে। এতেই তাদের পয়েন্ট ১৯.০৫ শতাংশ। 

 

সম্পর্কিত খবর